বাঙালী কণ্ঠ নিউজঃ ক্ষুধা ও অপুষ্টির হার কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি অব্যাহত রেখেছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এর চলতি বছরের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ৮৮তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯০ তম। গতকাল বৃহস্পতিবার কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
এসব খবরে বলা হয়েছে, ক্ষুধা সূচকে ভারত আগের চেয়ে পিছিয়েছে। গত বছর ভারতের অবস্থান ছিল ৯৭ তম। এবার ১১৯ দেশের মধ্যে ভারত অবস্থান ১০০তম। ভারত চলতি বছর উত্তর কোরিয়া, ইরাক ও বাংলাদেশের চেয়ে পিছিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান (১০৬), নেপাল (৭২) ও শ্রীলঙ্কার (৮৪) অবস্থানে রয়েছে।