বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তিনি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, আন্তোনিও গুতেরেস ও শেখ হাসিনা টেলিফোনে প্রায় ২০ মিনিট রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
এ সময় রোহিঙ্গাদের শিগগিরই ফিরিয়ে নিয়ে স্বভূমিতে পুনর্বাসনের জন্য মিয়ানমারের উপর আরও চাপ প্রয়োগ করতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের হত্যা-ধর্ষণের মুখে প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিগত এই নিধনযজ্ঞে ছয় হাজারেরও বেশি রোহিঙ্গা প্রাণ হারায়।