ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ হারিয়ে গেলে যে আমল করবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’ একটি। যদি কারও কোনো প্রিয়ব্যক্তি, বস্তু বা অন্য কিছু হারিয়ে তবে এ পবিত্র নামের আমলের মাধ্যমে তা ফিরে পাওয়া যায়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

religion

উচ্চারণ : ‘আল-মুয়িদু’
অর্থ : ‘দ্বিতীয়বার সৃষ্টিকারী’

ফজিলত
>> যদি কারো কোনো প্রিয়ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছু হারিয়ে যায়; তবে সে যেন রাতের বেলা সবাই শুয়ে যাবার পর ঘরের ৪ কোণে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’ ১৭ বার পড়ে। অতঃপর (يَا مُعِيْدُ) ইয়া মুয়িদু বলে হারানো বস্তুটি ফিরিয়ে দেয়া অথবা তার অবস্থান জানার কথা বলবে।

আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি ৭ দিনের মধ্যে হারানো ব্যক্তি ফিরে আসবে অতবা তার ভালো অবস্থা অবহিত হবে।

>> কোনো বস্তু হারিয়ে গেলে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’ বেশি বেশি পাঠ করলে ওই হারানো জিনিস ফিরে পাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহরকে সব হারিয়ে যাওয়া আত্মীয়-স্বজন বা সহায় সম্পদ ফিরে পেতে এ ছোট্ট আমল যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মানুষ হারিয়ে গেলে যে আমল করবেন

আপডেট টাইম : ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’ একটি। যদি কারও কোনো প্রিয়ব্যক্তি, বস্তু বা অন্য কিছু হারিয়ে তবে এ পবিত্র নামের আমলের মাধ্যমে তা ফিরে পাওয়া যায়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

religion

উচ্চারণ : ‘আল-মুয়িদু’
অর্থ : ‘দ্বিতীয়বার সৃষ্টিকারী’

ফজিলত
>> যদি কারো কোনো প্রিয়ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছু হারিয়ে যায়; তবে সে যেন রাতের বেলা সবাই শুয়ে যাবার পর ঘরের ৪ কোণে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’ ১৭ বার পড়ে। অতঃপর (يَا مُعِيْدُ) ইয়া মুয়িদু বলে হারানো বস্তুটি ফিরিয়ে দেয়া অথবা তার অবস্থান জানার কথা বলবে।

আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি ৭ দিনের মধ্যে হারানো ব্যক্তি ফিরে আসবে অতবা তার ভালো অবস্থা অবহিত হবে।

>> কোনো বস্তু হারিয়ে গেলে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُعِيْدُ) ‘আল-মুয়িদু’ বেশি বেশি পাঠ করলে ওই হারানো জিনিস ফিরে পাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহরকে সব হারিয়ে যাওয়া আত্মীয়-স্বজন বা সহায় সম্পদ ফিরে পেতে এ ছোট্ট আমল যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।