বাঙালী কণ্ঠ নিউজঃ যারা তাদের নিজেদের নাগরিকদের হত্যা করে, নির্যাতন করে, ধর্ষণ করে এই সব চিত্র বাংলাদেশের ৭১ সালের গণহত্যাকেও হার মানায়।’ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন সম্পর্কে এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (৫ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য সাতকানিয়া সমিতির দেয়া সাড়ে পাঁচ হাজার সোলার প্যানেল গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘যত দ্রুত সম্ভব জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে রোহিঙ্গা সম্প্রদায়কে যেনো সম্মানের সাথে, মর্যাদার সাথে এবং নিরাপদে ফিরিয়ে নেয় তাদের নিজ দেশে।’
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘকে মিয়ানমারের উপর কঠিন অবরোধ আরোপেরও আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।