ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূয়সী প্রশংসায় সিপিএ সদস্যরা

বাঙালী কণ্ঠ নিউজঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে সিপিএ সদস্যরা। একই সঙ্গে রোহিঙ্গাদের পক্ষে একটি রেজুলেশন করার দাবি জানিয়েছে সদস্যরা। সদস্যদের দাবির প্রেক্ষিতে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন সিপিএ চেয়ারপারসন। গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিএ সদস্যদের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আলোচনায় প্রায় ১৮ দেশের সদস্যরা অংশ নেন এবং সিপিএর সাধারণ সভায় রেজুলেশনের দাবি জানায়। পরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এ তথ্য জানান। তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে সিপিএর যেসব সদস্যরা আলোচনায় অংশ নিয়েছে, সবাই একবাক্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। আলোচকরা প্রত্যেকেই এ ঘটনাকে গণহত্যা ও জাতিগত নিধন বলে উল্লেখ করেন। আলোচকরা বলেন, সমস্যা সৃষ্টি হয়েছে মিয়ানমারে, সমাধান মিয়ানমারকেই করতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সিপিএ সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সিপিএর সেক্রেটারি জেনারেল আকবর খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কাজী নাবিল আহমেদ জানান, সিপিএ সদস্যরা দেশে ফিরে নিজ দেশের সংসদে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা এবং ইস্যুটি সমাধানে মিয়ানমারের ওপর যেন চাপ সৃষ্টি করে সে জন্য অনুরোধ জানিয়েছেন সিপিএ চেয়ারপারসন। মালটা, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, পাকিস্তান, উগান্ডাসহ বেশ কয়েকটি দেশ এ আলোচনায় অংশ নেয়। বাংলাদেশের পক্ষে জাতিসংঘের থার্ড কমিটিতে রেজুলেশন চেয়ে আবেদন জমা দেয়া আছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে এ বিষয়ে সমর্থন জানানোর জন্য সিপিএ সদস্যদের প্রতি আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কাজী নাবিল আহমেদ জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা, আরাকান ও রাখাইনের ইতিহাসের পাশাপাশি বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া সব দেশের কাছ থেকে সহযোগিতা, সমর্থন ও সহমর্মিতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিকবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ফজিলাতুন্নেসা বাপ্পী, তানভীর ঈমাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূয়সী প্রশংসায় সিপিএ সদস্যরা

আপডেট টাইম : ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে সিপিএ সদস্যরা। একই সঙ্গে রোহিঙ্গাদের পক্ষে একটি রেজুলেশন করার দাবি জানিয়েছে সদস্যরা। সদস্যদের দাবির প্রেক্ষিতে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন সিপিএ চেয়ারপারসন। গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিএ সদস্যদের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আলোচনায় প্রায় ১৮ দেশের সদস্যরা অংশ নেন এবং সিপিএর সাধারণ সভায় রেজুলেশনের দাবি জানায়। পরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এ তথ্য জানান। তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে সিপিএর যেসব সদস্যরা আলোচনায় অংশ নিয়েছে, সবাই একবাক্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। আলোচকরা প্রত্যেকেই এ ঘটনাকে গণহত্যা ও জাতিগত নিধন বলে উল্লেখ করেন। আলোচকরা বলেন, সমস্যা সৃষ্টি হয়েছে মিয়ানমারে, সমাধান মিয়ানমারকেই করতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সিপিএ সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সিপিএর সেক্রেটারি জেনারেল আকবর খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কাজী নাবিল আহমেদ জানান, সিপিএ সদস্যরা দেশে ফিরে নিজ দেশের সংসদে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা এবং ইস্যুটি সমাধানে মিয়ানমারের ওপর যেন চাপ সৃষ্টি করে সে জন্য অনুরোধ জানিয়েছেন সিপিএ চেয়ারপারসন। মালটা, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, পাকিস্তান, উগান্ডাসহ বেশ কয়েকটি দেশ এ আলোচনায় অংশ নেয়। বাংলাদেশের পক্ষে জাতিসংঘের থার্ড কমিটিতে রেজুলেশন চেয়ে আবেদন জমা দেয়া আছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে এ বিষয়ে সমর্থন জানানোর জন্য সিপিএ সদস্যদের প্রতি আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কাজী নাবিল আহমেদ জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা, আরাকান ও রাখাইনের ইতিহাসের পাশাপাশি বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া সব দেশের কাছ থেকে সহযোগিতা, সমর্থন ও সহমর্মিতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিকবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ফজিলাতুন্নেসা বাপ্পী, তানভীর ঈমাম।