বাঙালী কণ্ঠ নিউজঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যুব সমাজ হচ্ছে আজ ও আগামীর মধ্যের একটি সেতুবন্ধন। যুব সমাজ একটি জাতির অমূল্য সম্পদ। একটি শক্তিশালী ভবন তৈরির জন্য যেমন প্রয়োজন হয় একটি শক্তিশালী ভিত, ঠিক তেমনি একটি শক্তিশালী এবং গৌরবময় দেশ গড়ার জন্য প্রয়োজন হয় নির্ভিক ও সু-সংগঠিত যুব সমাজের।
আজ বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুপ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুব ভূইঁয়া প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি যুবসমাজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছি। আশির দশকে শহীদ শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করি। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে জড়িত আছি। দীর্ঘ অভিজ্ঞতার উপলব্দি হচ্ছে- বাংলাদেশের যুবসমাজ দেশকে বিশ্বের মানচিত্রে অনেক উচ্চতায় নিয়ে যাবে।