বাঙালী কণ্ঠ নিউজঃ দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার অধিবেশনের শুরুতে এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরোত্তম, এ বি তাজুল ইসলাম, আবদুল মান্নান, জিয়াউল হক মৃধা ও জয়া সেন গুপ্ত।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তিতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।