ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক ও ইবতেদায়িতে পরীক্ষার্থী ৩০ লাখের উপরে

বাঙালী কণ্ঠ নিউজঃ ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা, শেষ হবে ২৬ নভেম্বর। নবমবারের মত সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আজ দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘এবারের  প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। তার মধ্যে প্রাথমিকে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। আর ইবতেদায়ি পরীক্ষায় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকার যত দিন না পর্যন্ত সিদ্ধান্ত বদল করছে, তত দিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।’

আরেক প্রশ্নর জবাবে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হতেই হবে, এটা অনিবার্য। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু মাঝে থেমে গিয়েছিল। তার মানে এ নয় যে, বিষয়টি চিরদিনের জন্য থেমে গিয়েছে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো দ্বন্দ্ব নেই।’

১৯ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। পরীক্ষা মোট ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অন্যান্যবারের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা। সে কারণে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার প্রস্তাব থাকলেও মন্ত্রিসভা তা নাকচ করে দেয়। ফলে মন্ত্রিসভায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রাথমিক ও ইবতেদায়িতে পরীক্ষার্থী ৩০ লাখের উপরে

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা, শেষ হবে ২৬ নভেম্বর। নবমবারের মত সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আজ দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘এবারের  প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। তার মধ্যে প্রাথমিকে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। আর ইবতেদায়ি পরীক্ষায় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকার যত দিন না পর্যন্ত সিদ্ধান্ত বদল করছে, তত দিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।’

আরেক প্রশ্নর জবাবে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হতেই হবে, এটা অনিবার্য। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু মাঝে থেমে গিয়েছিল। তার মানে এ নয় যে, বিষয়টি চিরদিনের জন্য থেমে গিয়েছে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো দ্বন্দ্ব নেই।’

১৯ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। পরীক্ষা মোট ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অন্যান্যবারের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা। সে কারণে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার প্রস্তাব থাকলেও মন্ত্রিসভা তা নাকচ করে দেয়। ফলে মন্ত্রিসভায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে।