ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ভর্তির আবেদন ফি বেড়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ভর্তিতে আবেদন ফরমের দাম বাড়িয়ে ভর্তি নীতিমালা জারি করেছে সরকার। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে।

নীতিমালা অনুযায়ী, এবার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। গত বছর আবেদন ফরমের দাম ছিল ১৫০ টাকা। ফরমের দাম বেড়েছে ২০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের ৬ জুলাই জারি করা পরিপত্র অনুযায়ী সর্বোচ্চ আদায় করা যাবে।

নীতিমালা অনুযায়ী, এবারও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তিতে নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া করতে হবে।

নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার ভিত্তিতে সংশ্নিষ্ট বোর্ডের প্রস্তুত করা মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পর অবশিষ্ট শূন্য আসনে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য কমিটির শিক্ষার্থী বাছাই করবে। অবশ্য গ্রুপ গঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতি অনুসরণ করতে পারবে।

২০১৮ শিক্ষাবর্ষে মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ও আবেদনের ফি গ্রহণ এবং ফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে করতে হবে। উপজেলা সদরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো কেন্দ্রীয় অনলাইন পদ্ধতির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করবে। তবে নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে কার্যক্রম সম্পন্ন করা না হলে কেবল উপজেলার ক্ষেত্রে কমিটির সিদ্ধান্তক্রমে তা ম্যানুয়ালি করতে হবে।

মহানগর, বিভাগীয় শহর ও জেলা সদর ছাড়া অন্য সব বিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির ফরম অফিসে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, সংশ্নিষ্ট বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমার জন্য বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। আবেদন ফরম বিতরণ ও জমার জন্য ন্যূনতম সাতদিন সময় দিতে হবে।

ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যান্টমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্কুল ভর্তির আবেদন ফি বেড়েছে

আপডেট টাইম : ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ভর্তিতে আবেদন ফরমের দাম বাড়িয়ে ভর্তি নীতিমালা জারি করেছে সরকার। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে।

নীতিমালা অনুযায়ী, এবার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। গত বছর আবেদন ফরমের দাম ছিল ১৫০ টাকা। ফরমের দাম বেড়েছে ২০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের ৬ জুলাই জারি করা পরিপত্র অনুযায়ী সর্বোচ্চ আদায় করা যাবে।

নীতিমালা অনুযায়ী, এবারও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তিতে নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া করতে হবে।

নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার ভিত্তিতে সংশ্নিষ্ট বোর্ডের প্রস্তুত করা মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পর অবশিষ্ট শূন্য আসনে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য কমিটির শিক্ষার্থী বাছাই করবে। অবশ্য গ্রুপ গঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতি অনুসরণ করতে পারবে।

২০১৮ শিক্ষাবর্ষে মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ও আবেদনের ফি গ্রহণ এবং ফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে করতে হবে। উপজেলা সদরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো কেন্দ্রীয় অনলাইন পদ্ধতির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করবে। তবে নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে কার্যক্রম সম্পন্ন করা না হলে কেবল উপজেলার ক্ষেত্রে কমিটির সিদ্ধান্তক্রমে তা ম্যানুয়ালি করতে হবে।

মহানগর, বিভাগীয় শহর ও জেলা সদর ছাড়া অন্য সব বিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির ফরম অফিসে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, সংশ্নিষ্ট বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমার জন্য বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। আবেদন ফরম বিতরণ ও জমার জন্য ন্যূনতম সাতদিন সময় দিতে হবে।

ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যান্টমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।