ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ওমর সানী-মৌসুমী নতুন লুকে হাজির হলেন

বাঙালী কণ্ঠ নিউজঃ এর আগেও বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ভিন্নরূপে হাজির হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ ওমর সানী ও মৌসুমী। এবার আবারো নতুন লুকে হাজির হলেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্টুডিওতে চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমীকে মেরুন রঙের শাড়িতে এবং সঙ্গে অভিনেতা ওমর সানীকে সোনালি রঙের শেরওয়ানিতে দেখা গেল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী গতকাল বাঙালী কণ্ঠকে বলেন, প্রেম’স কালেকশনের একটি ফটো সেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে। মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়।

ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার। এদিকে, ওমর সানী ও মৌসুমী একসঙ্গে কিছুদিন আগে ‘আমি নেতা হব’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

এ ছবিতে আরো অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা হবে। অভিনয়ের বাইরে জনপ্রিয় এই দম্পত্তি জুটি সন্ধ্যার পর রাজধানীর উত্তরার একটি রেস্তরাঁয় সময় কাটাতে পছন্দ করেন। উত্তরার সাত নম্বর সেক্টরে অবস্থিত মৌসুমী-সানীর ছেলে ফারদিনের পরিকল্পনায় করা এ রেস্তরাঁর নাম ‘মেরি মন্টানা’।

উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী জুটির প্রথম ছবি ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওমর সানী-মৌসুমী নতুন লুকে হাজির হলেন

আপডেট টাইম : ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ এর আগেও বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ভিন্নরূপে হাজির হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ ওমর সানী ও মৌসুমী। এবার আবারো নতুন লুকে হাজির হলেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্টুডিওতে চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমীকে মেরুন রঙের শাড়িতে এবং সঙ্গে অভিনেতা ওমর সানীকে সোনালি রঙের শেরওয়ানিতে দেখা গেল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী গতকাল বাঙালী কণ্ঠকে বলেন, প্রেম’স কালেকশনের একটি ফটো সেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে। মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়।

ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার। এদিকে, ওমর সানী ও মৌসুমী একসঙ্গে কিছুদিন আগে ‘আমি নেতা হব’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

এ ছবিতে আরো অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা হবে। অভিনয়ের বাইরে জনপ্রিয় এই দম্পত্তি জুটি সন্ধ্যার পর রাজধানীর উত্তরার একটি রেস্তরাঁয় সময় কাটাতে পছন্দ করেন। উত্তরার সাত নম্বর সেক্টরে অবস্থিত মৌসুমী-সানীর ছেলে ফারদিনের পরিকল্পনায় করা এ রেস্তরাঁর নাম ‘মেরি মন্টানা’।

উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী জুটির প্রথম ছবি ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।