ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“দৃর্ষ্টি উন্নয়ন সংস্থার” মাধ্যমে অন্ধ চোখে আলো দিয়ে সেবা করে যাচ্ছেন

জাকির হোসাইনঃ এই পৃথিবীতে কিছু মহান মানুষ রয়েছে নিজ কর্মে কীর্তি হয়ে মানবজাতির হৃদয়ের মনি কোঠায় চিরদিন শ্রদ্ধা ও ভক্তি আসনে অসীম হয়ে থাকেন নিজ কর্মের গুনে । এই সব মহৎ মানুষ সৎকর্মের মাধ্যমে মানব ও শ্রদ্ধার সৃষ্টির কল্যাণে কাজে জয় লাভ করেন । নিজের স্বার্থ, সুখ, শান্তি, বিস্বর্জন দিয়ে মানুষ ও সৃষ্টির কল্যাণে নিজের স্বার্থকে তুচ্ছ মনে করে মহৎ হৃদয়ের মানব প্রেমিক মানুষরা নিজের জীবনকে উৎস্বর্গ করেছে । বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল । এই হাওর অঞ্চলের মাটি যেমন খাটি, এই মাটির সন্তানরা স্ব স্ব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ।

No automatic alt text available.

বাংলাদেশের উন্নয়নে ক্ষেত্রে ভাটি অঞ্চলের ছেলেরা রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন পেশাজীবি সর্ব ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে মেধা ও দক্ষতার সহিত । বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পদে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট সেই হাওর অঞ্চলের সন্তান । হাওর মূলে যার শিকড়, হাওরের মাটি যেমন উর্বর ঠিক হাওর পাড়ের সন্তানদের মেধা কর্মদক্ষতা এরকম যা কর্মের মাঝে প্রতিয়মান হয়ে আছে দেশবাসীর কাছে । কিশোরগঞ্জে মিঠামইন উপজেলার হাওর অঞ্চলের কাঞ্চনপুর গ্রামে একজন মহতী হৃদয়ের মানুষ যার শৈশব থেকে দু নয়নের স্বপ্ন ছিলো হাওর অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়ন করা । দুঃস্থ অসহায় এতিম মানুষের সেবা দেওয়া, যা বর্তমানে অতি মানব সেবামূলক প্রতিষ্ঠান “দৃর্ষ্টি উন্নয়ন সংস্থা” ঢাকা প্রতিষ্ঠাতা সন্মানিত মহাসচিব চক্ষু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী । এই মহৎ মনের মানব হিতৈষী ব্যাক্তিটির জন্ম সেই প্রত্যন্ত হাওর অঞ্চলে শৈশব থেকে তিনি বুঝতেন অবহেলিত দুঃখী হাওর বাসীর ব্যাথা, তাই শৈশব থেকে তিনি এই অধিকার বঞ্চিত মেহনতি মানুষের ভাগ্য উন্নয়ন ও সুখ দুঃখে এসব মানুষের পাশে থেকে সেবা দেওয়া তার মহৎ ব্রত নিয়ে পথ চলতে শুরু করেন ।

Image may contain: 8 people, suit

ডাঃ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মানব সেবাকে তিনি বেঁছে নিয়ে চিকিৎসা শাস্ত্রে অধ্যায়ন করে অত্যন্ত সফলতার সহিত চিকিৎসা শাস্ত্রে ডিগ্রী অর্জন করে । কর্মজীবন শুরু করেন একজন চক্ষু চিকিৎসক হিসেবে কাজের মাঝেও মানব সেবা চালিয়ে এখন লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী নিজেকে আত্মনিয়োগ করেছেন । তিনি বলেন আল্লাহ তাআলা যতদিন আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি হাওর এলাকার তথা অবহেলিত বঞ্চিত মেহনতি মানুষের সেবা করে যাব । সদ ইচ্ছা থাকলে মহৎ কর্মে একজন মহতী মানুষ নিজেকে মানব সেবায় আত্মনিয়োগ করে সেই চিরন্তন সত্য কথাটির উজ্জল দৃষ্টান্ত হিসাবে লায়ন ডঃ মোঃ শাহীন রেজা চৌধুরী করেছেন । যিনি নিজ কর্মের গুনে আজ এক মহৎ গুনের আলোকিত মানুষ হিসাবে সর্বজন বেদিত তাই লেখক বলেন, ‘জন্ম হউক যথাতথা কর্ম হউক ভালো’ ।

Image may contain: 5 people

আত্মমানবতার সেবায় এক মহতী ব্রত দৃর্ষ্টি উন্নয়ন সেবা সংস্থার যাত্রা শুরু করেন ২৮/০৭/২০১১ ইং । এই মানব সেবামুখী প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বিনামূলে চক্ষু চিকিৎসা ও চোখের বিভিন্ন ধরনের অপারেশন করে বহু অন্ধ ব্যক্তির চোখে (আলো) দৃর্ষ্টি দান করে যাচ্ছেন । লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী আত্মমানবতার সেবা মুখী প্রতিষ্ঠান দৃর্ষ্টি উন্নয়ন সংস্থা মহাসচিবের দায়িত্ব পালন করছেন। হাওর পাড়ের মাটি ও মায়ের সন্তান এই আলোকিত মনের মানুষটির শৈশব হতে দু নয়নের স্বপ্ন ছিলো অধিকার বঞ্চিত অবহেলিত দুস্থ ও মেহনতি মানুষের পাশে থেকে সেবা করা । বাবা হাসান রেজা চৌধুরী আদর্শ নিয়ে মানুষের সেবা করা চিকিৎসক হিসেবে পথ চলতে শুরু করেন ।

Image may contain: 11 people, people smiling, people standing and indoor

এই দীর্ঘ পথ পরিক্রমা দেশ ও মানুষের কল্যাণে সৃজনশীল কাজে সর্বদা নিজেকে তিনি নিয়োজিত রাখেন । বাংলাদেশের হাওরের প্রত্যেকটি অঞ্চলের মানুষের অন্ধ চক্ষুর চিকিৎসা সেবায় তিনি সর্বদায় কাজ করে যান । তার সততা, নিষ্টা, মেধা, কর্মদক্ষতার মাধ্যমে তার নিজ এলাকার মানুষ সহ দেশ ও দেশের সকল মানুষের কল্যাণের অন্ধ চিকিৎসা সেবা করেছেন । লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী কিশোরগঞ্জ সকল উপজেলা ও বিভিন্ন এলাকাতে অন্ধ জগত হতে (আলো দান ) চক্ষু চিকিৎসা করে আসছেন । অন্যতম এলাকার মধ্যে হল মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম উপজেলার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে অন্ধকার হতে আলোর জগত দেখার জন্য চক্ষু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

Image may contain: 2 people

তার মানব সেবার মাধ্যমে এ দেশের অসহায় সাধারণ গরীব মানুষের সেবাই করে যাচ্ছেন নিরলসভাবে । এই মহৎ হৃদয়ের মানুষটি নিজ কর্মে একদিন তার কর্মের সফলতা সর্বোচ্চ শিখড়ে অবস্থান করবেন । এক মানব হিতৈষী ব্যক্তির বাংলার দুস্থ অসহায় হাজার লক্ষ মানুষের দোয়া পেয়ে যাবেন। আমরা এই মহৎ মনের মানুষটির সার্বিক মঙ্গল কামনা করি, যাতে তিনি সুস্থভাবে দেশ ও মাতৃকার সেবা করতে পারেন ।

Image may contain: one or more people

দেশ ও আধুনিক ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবেন, হাওরবাসীর প্রত্যাশা লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী মত ভাটি অঞ্চলের মাটি ও মায়ের সন্তান যেন ঘরে ঘরে আসে আত্মমানবতা সেবাই ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

“দৃর্ষ্টি উন্নয়ন সংস্থার” মাধ্যমে অন্ধ চোখে আলো দিয়ে সেবা করে যাচ্ছেন

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

জাকির হোসাইনঃ এই পৃথিবীতে কিছু মহান মানুষ রয়েছে নিজ কর্মে কীর্তি হয়ে মানবজাতির হৃদয়ের মনি কোঠায় চিরদিন শ্রদ্ধা ও ভক্তি আসনে অসীম হয়ে থাকেন নিজ কর্মের গুনে । এই সব মহৎ মানুষ সৎকর্মের মাধ্যমে মানব ও শ্রদ্ধার সৃষ্টির কল্যাণে কাজে জয় লাভ করেন । নিজের স্বার্থ, সুখ, শান্তি, বিস্বর্জন দিয়ে মানুষ ও সৃষ্টির কল্যাণে নিজের স্বার্থকে তুচ্ছ মনে করে মহৎ হৃদয়ের মানব প্রেমিক মানুষরা নিজের জীবনকে উৎস্বর্গ করেছে । বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল । এই হাওর অঞ্চলের মাটি যেমন খাটি, এই মাটির সন্তানরা স্ব স্ব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ।

No automatic alt text available.

বাংলাদেশের উন্নয়নে ক্ষেত্রে ভাটি অঞ্চলের ছেলেরা রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন পেশাজীবি সর্ব ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে মেধা ও দক্ষতার সহিত । বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পদে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট সেই হাওর অঞ্চলের সন্তান । হাওর মূলে যার শিকড়, হাওরের মাটি যেমন উর্বর ঠিক হাওর পাড়ের সন্তানদের মেধা কর্মদক্ষতা এরকম যা কর্মের মাঝে প্রতিয়মান হয়ে আছে দেশবাসীর কাছে । কিশোরগঞ্জে মিঠামইন উপজেলার হাওর অঞ্চলের কাঞ্চনপুর গ্রামে একজন মহতী হৃদয়ের মানুষ যার শৈশব থেকে দু নয়নের স্বপ্ন ছিলো হাওর অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়ন করা । দুঃস্থ অসহায় এতিম মানুষের সেবা দেওয়া, যা বর্তমানে অতি মানব সেবামূলক প্রতিষ্ঠান “দৃর্ষ্টি উন্নয়ন সংস্থা” ঢাকা প্রতিষ্ঠাতা সন্মানিত মহাসচিব চক্ষু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী । এই মহৎ মনের মানব হিতৈষী ব্যাক্তিটির জন্ম সেই প্রত্যন্ত হাওর অঞ্চলে শৈশব থেকে তিনি বুঝতেন অবহেলিত দুঃখী হাওর বাসীর ব্যাথা, তাই শৈশব থেকে তিনি এই অধিকার বঞ্চিত মেহনতি মানুষের ভাগ্য উন্নয়ন ও সুখ দুঃখে এসব মানুষের পাশে থেকে সেবা দেওয়া তার মহৎ ব্রত নিয়ে পথ চলতে শুরু করেন ।

Image may contain: 8 people, suit

ডাঃ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মানব সেবাকে তিনি বেঁছে নিয়ে চিকিৎসা শাস্ত্রে অধ্যায়ন করে অত্যন্ত সফলতার সহিত চিকিৎসা শাস্ত্রে ডিগ্রী অর্জন করে । কর্মজীবন শুরু করেন একজন চক্ষু চিকিৎসক হিসেবে কাজের মাঝেও মানব সেবা চালিয়ে এখন লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী নিজেকে আত্মনিয়োগ করেছেন । তিনি বলেন আল্লাহ তাআলা যতদিন আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি হাওর এলাকার তথা অবহেলিত বঞ্চিত মেহনতি মানুষের সেবা করে যাব । সদ ইচ্ছা থাকলে মহৎ কর্মে একজন মহতী মানুষ নিজেকে মানব সেবায় আত্মনিয়োগ করে সেই চিরন্তন সত্য কথাটির উজ্জল দৃষ্টান্ত হিসাবে লায়ন ডঃ মোঃ শাহীন রেজা চৌধুরী করেছেন । যিনি নিজ কর্মের গুনে আজ এক মহৎ গুনের আলোকিত মানুষ হিসাবে সর্বজন বেদিত তাই লেখক বলেন, ‘জন্ম হউক যথাতথা কর্ম হউক ভালো’ ।

Image may contain: 5 people

আত্মমানবতার সেবায় এক মহতী ব্রত দৃর্ষ্টি উন্নয়ন সেবা সংস্থার যাত্রা শুরু করেন ২৮/০৭/২০১১ ইং । এই মানব সেবামুখী প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বিনামূলে চক্ষু চিকিৎসা ও চোখের বিভিন্ন ধরনের অপারেশন করে বহু অন্ধ ব্যক্তির চোখে (আলো) দৃর্ষ্টি দান করে যাচ্ছেন । লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী আত্মমানবতার সেবা মুখী প্রতিষ্ঠান দৃর্ষ্টি উন্নয়ন সংস্থা মহাসচিবের দায়িত্ব পালন করছেন। হাওর পাড়ের মাটি ও মায়ের সন্তান এই আলোকিত মনের মানুষটির শৈশব হতে দু নয়নের স্বপ্ন ছিলো অধিকার বঞ্চিত অবহেলিত দুস্থ ও মেহনতি মানুষের পাশে থেকে সেবা করা । বাবা হাসান রেজা চৌধুরী আদর্শ নিয়ে মানুষের সেবা করা চিকিৎসক হিসেবে পথ চলতে শুরু করেন ।

Image may contain: 11 people, people smiling, people standing and indoor

এই দীর্ঘ পথ পরিক্রমা দেশ ও মানুষের কল্যাণে সৃজনশীল কাজে সর্বদা নিজেকে তিনি নিয়োজিত রাখেন । বাংলাদেশের হাওরের প্রত্যেকটি অঞ্চলের মানুষের অন্ধ চক্ষুর চিকিৎসা সেবায় তিনি সর্বদায় কাজ করে যান । তার সততা, নিষ্টা, মেধা, কর্মদক্ষতার মাধ্যমে তার নিজ এলাকার মানুষ সহ দেশ ও দেশের সকল মানুষের কল্যাণের অন্ধ চিকিৎসা সেবা করেছেন । লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী কিশোরগঞ্জ সকল উপজেলা ও বিভিন্ন এলাকাতে অন্ধ জগত হতে (আলো দান ) চক্ষু চিকিৎসা করে আসছেন । অন্যতম এলাকার মধ্যে হল মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম উপজেলার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে অন্ধকার হতে আলোর জগত দেখার জন্য চক্ষু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

Image may contain: 2 people

তার মানব সেবার মাধ্যমে এ দেশের অসহায় সাধারণ গরীব মানুষের সেবাই করে যাচ্ছেন নিরলসভাবে । এই মহৎ হৃদয়ের মানুষটি নিজ কর্মে একদিন তার কর্মের সফলতা সর্বোচ্চ শিখড়ে অবস্থান করবেন । এক মানব হিতৈষী ব্যক্তির বাংলার দুস্থ অসহায় হাজার লক্ষ মানুষের দোয়া পেয়ে যাবেন। আমরা এই মহৎ মনের মানুষটির সার্বিক মঙ্গল কামনা করি, যাতে তিনি সুস্থভাবে দেশ ও মাতৃকার সেবা করতে পারেন ।

Image may contain: one or more people

দেশ ও আধুনিক ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবেন, হাওরবাসীর প্রত্যাশা লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী মত ভাটি অঞ্চলের মাটি ও মায়ের সন্তান যেন ঘরে ঘরে আসে আত্মমানবতা সেবাই ।