ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জঙ্গি দমনে শেখ হাসিনা বিশ্বের মডেল

জঙ্গিবাদ দমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেল হিসেবে নিজের স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা করেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল সরকার ও বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ দুই দলের সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-শিক্ষক, মসজিদের ইমামসহ সবাইকে এক কাতারে এনে সারাদেশে জঙ্গিবিরোধী জনসচেতনতা গড়ে তুলেছেন। আজ দেশব্যাপী জঙ্গিবিরোধী ঐক্য গড়ে উঠেছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জঙ্গি দমনে তার এ পদ্ধতি আজ সারা বিশ্বে সমাদৃত।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী সারাদেশের মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তার নির্দেশে শিক্ষামন্ত্রী সারাদেশের শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। ধর্মমন্ত্রী আলেম-ওলামাদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, যারা একসময় যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলত, তারা আজ জীবিত জঙ্গি চায়। জঙ্গিদের নিধন করায় আজকে তাদের গায়ে জ্বালা ধরেছে। দেশের মানুষ তাদেরকে আজকে চিহ্নিত করতে পেরেছে। সব জঙ্গিদের মা খালেদা জিয়া। আর জঙ্গি উৎপাদনের খামার হচ্ছে বিএনপি।

স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

জঙ্গি দমনে শেখ হাসিনা বিশ্বের মডেল

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬

জঙ্গিবাদ দমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেল হিসেবে নিজের স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা করেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল সরকার ও বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ দুই দলের সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-শিক্ষক, মসজিদের ইমামসহ সবাইকে এক কাতারে এনে সারাদেশে জঙ্গিবিরোধী জনসচেতনতা গড়ে তুলেছেন। আজ দেশব্যাপী জঙ্গিবিরোধী ঐক্য গড়ে উঠেছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জঙ্গি দমনে তার এ পদ্ধতি আজ সারা বিশ্বে সমাদৃত।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী সারাদেশের মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তার নির্দেশে শিক্ষামন্ত্রী সারাদেশের শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। ধর্মমন্ত্রী আলেম-ওলামাদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, যারা একসময় যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলত, তারা আজ জীবিত জঙ্গি চায়। জঙ্গিদের নিধন করায় আজকে তাদের গায়ে জ্বালা ধরেছে। দেশের মানুষ তাদেরকে আজকে চিহ্নিত করতে পেরেছে। সব জঙ্গিদের মা খালেদা জিয়া। আর জঙ্গি উৎপাদনের খামার হচ্ছে বিএনপি।

স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল প্রমুখ।