ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমিকার সঙ্গে স্বামীর যাত্রা

নিজের স্বামী পরকীয়ায় আসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন ফ্রান্সের অ্যানেসির বাসিন্দা ৪১ বছর বয়সী এক নারী।

চার সন্তানের স্ত্রীকে ফেলে রেখে অন্য নারীকে আপন করে নিয়েছিলেন তার স্বামী।  এ ঘটনা নিত্যদিন বিদ্ধ করছিল তার স্ত্রীকে।

হঠাৎ তিনি জানতে পারেন, সেই পরকীয়া প্রেমিকাকে নিয়ে বিমানে চেপে ছুটি কাটাতে চলেছেন স্বামী।  ব্যস, এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন ওই নারী, যার জেরে ৬ মাসের হাজতবাসের


নির্দেশ পেলেন স্ত্রী।

ঘটনা হলো, স্বামীকে ছুটি যাওয়া আটকাতে সুইৎজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে উড়ো ফোন করে বসেন নারী।  জানান, বিমানবন্দরে বোমা রয়েছে।

এটা জানার পরই বিমানবন্দরে নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়।  তন্ন তন্ন করে সবদিক খোঁজা হয়। বিমানবন্দরে থাকা ১৩ হাজার যাত্রীকে আলাদা করে তল্লাশি চালানো হয়।  বহু বিমানের যাত্রা উড়ো ফোনে বিলম্বিত হয়।

কোথা থেকে উড়ো ফোনটি এসেছিল তা খোঁজ করতে গিয়ে সেই নারীর বাড়ি পৌঁছে যায় পুলিশ।  জেনেভা বিমানবন্দর থেকে তার বাড়ি এক ঘণ্টারও কম দূরত্বে।

এরপর ওই নারীকে গ্রেফতার করে আনা হয়। আদালতে তার আইনজীবী জানান, ২২ বছর হলো নারীর বিয়ে হয়েছে।  স্বামী এখন পরকীয়ায় আসক্ত।  তাই এ কাণ্ড ঘটিয়েছেন তার মক্কেল।

তাকে মাফ করা হোক।  যদিও সে কথায় কর্ণপাত করেনি আদালত।  ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।  যার মধ্যে অন্তত তিন মাস হাজতবাস করতেই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকার সঙ্গে স্বামীর যাত্রা

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬

নিজের স্বামী পরকীয়ায় আসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন ফ্রান্সের অ্যানেসির বাসিন্দা ৪১ বছর বয়সী এক নারী।

চার সন্তানের স্ত্রীকে ফেলে রেখে অন্য নারীকে আপন করে নিয়েছিলেন তার স্বামী।  এ ঘটনা নিত্যদিন বিদ্ধ করছিল তার স্ত্রীকে।

হঠাৎ তিনি জানতে পারেন, সেই পরকীয়া প্রেমিকাকে নিয়ে বিমানে চেপে ছুটি কাটাতে চলেছেন স্বামী।  ব্যস, এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন ওই নারী, যার জেরে ৬ মাসের হাজতবাসের


নির্দেশ পেলেন স্ত্রী।

ঘটনা হলো, স্বামীকে ছুটি যাওয়া আটকাতে সুইৎজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে উড়ো ফোন করে বসেন নারী।  জানান, বিমানবন্দরে বোমা রয়েছে।

এটা জানার পরই বিমানবন্দরে নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়।  তন্ন তন্ন করে সবদিক খোঁজা হয়। বিমানবন্দরে থাকা ১৩ হাজার যাত্রীকে আলাদা করে তল্লাশি চালানো হয়।  বহু বিমানের যাত্রা উড়ো ফোনে বিলম্বিত হয়।

কোথা থেকে উড়ো ফোনটি এসেছিল তা খোঁজ করতে গিয়ে সেই নারীর বাড়ি পৌঁছে যায় পুলিশ।  জেনেভা বিমানবন্দর থেকে তার বাড়ি এক ঘণ্টারও কম দূরত্বে।

এরপর ওই নারীকে গ্রেফতার করে আনা হয়। আদালতে তার আইনজীবী জানান, ২২ বছর হলো নারীর বিয়ে হয়েছে।  স্বামী এখন পরকীয়ায় আসক্ত।  তাই এ কাণ্ড ঘটিয়েছেন তার মক্কেল।

তাকে মাফ করা হোক।  যদিও সে কথায় কর্ণপাত করেনি আদালত।  ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।  যার মধ্যে অন্তত তিন মাস হাজতবাস করতেই হবে।