বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের নতুন ডিসি (জেলা প্রশাসক) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। গতকাল রোববার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
নবাগত জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর আগে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ ফেব্রুয়ারি তাঁকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে একই দিন জারি করা আরেক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। নবাগত জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা।