ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাঁজায় মগ্ন ওবামা কন্যা মালিয়া

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৮ বছর বয়সী কন্যা মালিয়ার বিরুদ্ধে ধূমপানের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, মালিয়া সিগারেটজাতীয় কিছু টানতে ব্যস্ত। তবে সমালোচকরা বলছেন, মালিয়া সে সময় গাঁজায় মগ্ন ছিলেন। খবর দ্য টেলিগ্রাফ।

সদ্য হাইস্কুলের পাঠ চুকিয়েছেন মালিয়া। আগামী বছর হার্ভার্ডে যাত্রা শুরু হবে তার। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভালে গত মাসে অংশ নিয়েছিলেন ওবামা কন্যা। সেখানেই নেশায় বুঁদ হতে দেখা যায় তাকে।

রাডার অনলাইনে প্রকাশিত ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওবামা কন্যা মালিয়ার সামনে এক তরুণী নাচছেন এবং ভেঙচি কাটছেন; পেছনে রয়েছেন মালিয়া। সেখানেই তাকে সিগারেটজাতীয় কিছু টানতে দেখা যাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী রাডার অনলাইনকে জানিয়েছেন, সেখানে তিনি গাঁজার গন্ধ পেয়েছিলেন।

গাঁজা সেবন ইলিনয় অঙ্গরাজ্যে অপরাধ হিসেবে দেখা হয়। তবে কেউ চাইলে ১০ গ্রাম গাঁজা নিজের কাছে রাখতে পারেন। লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভালে অংশ নেয়ায় গত মাসে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হিলারি ক্নিনটনের ভাষণের সময় উপস্থিত থাকতে পারেননি মালিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গাঁজায় মগ্ন ওবামা কন্যা মালিয়া

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৮ বছর বয়সী কন্যা মালিয়ার বিরুদ্ধে ধূমপানের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, মালিয়া সিগারেটজাতীয় কিছু টানতে ব্যস্ত। তবে সমালোচকরা বলছেন, মালিয়া সে সময় গাঁজায় মগ্ন ছিলেন। খবর দ্য টেলিগ্রাফ।

সদ্য হাইস্কুলের পাঠ চুকিয়েছেন মালিয়া। আগামী বছর হার্ভার্ডে যাত্রা শুরু হবে তার। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভালে গত মাসে অংশ নিয়েছিলেন ওবামা কন্যা। সেখানেই নেশায় বুঁদ হতে দেখা যায় তাকে।

রাডার অনলাইনে প্রকাশিত ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওবামা কন্যা মালিয়ার সামনে এক তরুণী নাচছেন এবং ভেঙচি কাটছেন; পেছনে রয়েছেন মালিয়া। সেখানেই তাকে সিগারেটজাতীয় কিছু টানতে দেখা যাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী রাডার অনলাইনকে জানিয়েছেন, সেখানে তিনি গাঁজার গন্ধ পেয়েছিলেন।

গাঁজা সেবন ইলিনয় অঙ্গরাজ্যে অপরাধ হিসেবে দেখা হয়। তবে কেউ চাইলে ১০ গ্রাম গাঁজা নিজের কাছে রাখতে পারেন। লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভালে অংশ নেয়ায় গত মাসে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হিলারি ক্নিনটনের ভাষণের সময় উপস্থিত থাকতে পারেননি মালিয়া।