সুমন মিয়া,তাড়াইল প্রতিনিধি: সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন।
আজ শনিবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উক্ত র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোল্যা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্রাবণী রায়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বদরুল হাসান, মেডিকেল অফিসার ডা. জিন্নাত রায়হানা, ডা. সাবিহা পারভীন, ডা. মাসুমা আমানউল্যা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আ: রউফ তালুকদার ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সেরর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।