ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর হয় না এটা খুবই ভয়ংকর

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পরও তা কার্যকর হয় না, এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।’ তিনি বলেন, ‘আইনের শাসনের দেশ হওয়ায় তা আইন অনুযায়ী চলবে। এক দেশে দুই ধরনের আইন থাকতে পারে না। আমাদের দেশ আইনের শাসনের দেশ। আইনকে বাস্তবায়ন করতে হবে। কেননা আইন বাস্তবায়নের বিকল্প কিছু নেই।’

শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবি’র দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনাদের সঙ্গে আমার বৈঠকের দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হয়নি তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দরকার।’

এ ধরনের উদাহরণ সরকার রাখতে চায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনারা সময় করে এ মিলনায়তনেই আলোচনার আয়োজন করুন। আমি এ আলোচনায় থাকব।’

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন হয় না তা দেখা উচিত। আর আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে।’

মো. শামসুর রহমান তার লিখিত বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ, চাকরি ও বেতন কমিশনের সুপারিশ রয়েছে। স্পেশাল ইনক্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেয়ার পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর হয় না এটা খুবই ভয়ংকর

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পরও তা কার্যকর হয় না, এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।’ তিনি বলেন, ‘আইনের শাসনের দেশ হওয়ায় তা আইন অনুযায়ী চলবে। এক দেশে দুই ধরনের আইন থাকতে পারে না। আমাদের দেশ আইনের শাসনের দেশ। আইনকে বাস্তবায়ন করতে হবে। কেননা আইন বাস্তবায়নের বিকল্প কিছু নেই।’

শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবি’র দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনাদের সঙ্গে আমার বৈঠকের দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হয়নি তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দরকার।’

এ ধরনের উদাহরণ সরকার রাখতে চায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনারা সময় করে এ মিলনায়তনেই আলোচনার আয়োজন করুন। আমি এ আলোচনায় থাকব।’

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন হয় না তা দেখা উচিত। আর আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে।’

মো. শামসুর রহমান তার লিখিত বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ, চাকরি ও বেতন কমিশনের সুপারিশ রয়েছে। স্পেশাল ইনক্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেয়ার পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।