মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান ফ্রান্সের প্যারিসে সম্প্রতি ডাকাতির শিকার হয়েছেন। তবে ঘটনাটি নাকি তার নিজেরই সাজানো! এ সম্পর্কিত একটি খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের তারকাময় গুঞ্জননির্ভর ওয়েবসাইট মিডিয়া টেক আউট ডটকম।
সংবাদমাধ্যমটির দাবি, বীমা পেতেই কিম এই প্রতারণার পথ বেছে নিয়েছেন। এর প্রেক্ষিতে ওয়েবসাইটটির বিরুদ্ধে মঙ্গলবার নিউইয়র্কের ফেডারেল আদালতে মানহানির মামলা দায়ের করেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
প্রসঙ্গত, প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে যাওয়ার পর গত ৩ অক্টোবর মুখোশধারী ডাকাতরা একটি অ্যাপার্টমেন্টে ঢুকে কিমের ওপর অস্ত্র তাক করে ১ কোটি মার্কিন ডলার মূল্যের অলঙ্কার লুট করে নেয়।