বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভির প্রথম বর্ষপূর্তি হতে আগামীকাল ১৮ নভেম্বর। এই উপলক্ষে দীপ্ত টিভি ভবনে আয়োজন করা হয়েছে বর্ণিল সব আয়োজন।
তার মধ্যে থাকছে ফোক সম্রাজ্ঞী মমতাজের সংগীত পরিবেশনা। চ্যানেলটি থেকে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ‘ক্লোজআপ নিবেদিত দীপ্ত কনসার্ট’ অনুষ্ঠিত হবে। প্রথমে ওয়ালটন নিবেদিত ‘মেগা কুইজ’ বিজয়ীদের পুরস্কৃত করবেন কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং আর বি গ্রুপের ডেপুটি ডিরেক্টর মোহম্মদ ফিরোজ আলম।
এরপর থাকছে তরুণ কণ্ঠশিল্পী মুহিন ও নিশীতার সংগীতায়োজন। থাকছে জনপ্রিয় শিল্পী পড়শীর গান। আর সব শেষে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফোক সম্রাজ্ঞী মমতাজের সরাসরি পরিবেশনা।
‘ক্লোজআপ নিবেদিত দীপ্ত কনসার্ট’ দীপ্ত টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ১৮ নভেম্বর বিকাল ৫টা ৩০ মিনিট থেকে। এর বাইরে প্রচার হবে দীপ্ত টিভির নিয়মিত সব আয়োজন।