ঢাকা , রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কবুতরটি বিক্রি হল ১২ কোটি টাকায়

বাঙালী কণ্ঠ নিউজঃ দেখতে সাধারণ কবুতরের মতোই। কিন্তু এর রয়েছে অসাধারণ গুণ। দীর্ঘ দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা রয়েছে আর্ম্যান্ডো নামের এই কবুতরের। সে কারণেই বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা অনলাইন নিলামে বিক্রি হয়েছে এটি।

কবুতরটি বেলজিয়ামের এক নাগরিকের। নিলাম থেকে পায়রাটি কিনেছেন এক চীনা নাগরিক। কিন্তু এত অস্বাভাবিক দাম কেন এই পায়রার? এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার রেসার কবুতর।

এ ধরনের পায়রার দিকনির্ণয় করার ক্ষমতাও অসাধারণ। রেকর্ড দামে বিক্রি হওয়া আর্মান্দোর বর্তমান বয়স পাঁচ বছর। সাধারণত এই বয়সে পৌঁছে এই জাতের পায়রাদের আর চূড়ান্ত অনুমান ক্ষমতা বা দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা থাকে না। তবুও ঠিক কী কারণে এত দামে বিক্রি হলো এই পায়রাটি, তা আশ্চর্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পিপা অনুসারে, আর্ম্যান্ডো যে কোনও অনলাইন নিলামে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েছে। পূববর্তী রেকর্ড ছিল ৩,৭৬,০০০ ইউরো যা গত বছরের নভেম্বরে হয়েছিল। এছাড়া এটি ৫ লাখ ইউরোর অফলাইন বিক্রির রেকর্ডও ভেঙ্গে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কবুতরটি বিক্রি হল ১২ কোটি টাকায়

আপডেট টাইম : ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ দেখতে সাধারণ কবুতরের মতোই। কিন্তু এর রয়েছে অসাধারণ গুণ। দীর্ঘ দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা রয়েছে আর্ম্যান্ডো নামের এই কবুতরের। সে কারণেই বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা অনলাইন নিলামে বিক্রি হয়েছে এটি।

কবুতরটি বেলজিয়ামের এক নাগরিকের। নিলাম থেকে পায়রাটি কিনেছেন এক চীনা নাগরিক। কিন্তু এত অস্বাভাবিক দাম কেন এই পায়রার? এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার রেসার কবুতর।

এ ধরনের পায়রার দিকনির্ণয় করার ক্ষমতাও অসাধারণ। রেকর্ড দামে বিক্রি হওয়া আর্মান্দোর বর্তমান বয়স পাঁচ বছর। সাধারণত এই বয়সে পৌঁছে এই জাতের পায়রাদের আর চূড়ান্ত অনুমান ক্ষমতা বা দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা থাকে না। তবুও ঠিক কী কারণে এত দামে বিক্রি হলো এই পায়রাটি, তা আশ্চর্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পিপা অনুসারে, আর্ম্যান্ডো যে কোনও অনলাইন নিলামে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েছে। পূববর্তী রেকর্ড ছিল ৩,৭৬,০০০ ইউরো যা গত বছরের নভেম্বরে হয়েছিল। এছাড়া এটি ৫ লাখ ইউরোর অফলাইন বিক্রির রেকর্ডও ভেঙ্গে দিয়েছে।