বাঙালী কণ্ঠ নিউজঃ মানুষকে বাঁচাতে প্রয়োজন পড়ে স্যালাইন। তাই বলে গাছকেও সেই পদ্ধতিতে সুস্থ করা হচ্ছে। অবাক হচ্ছেন নিশ্চয়ই! সত্যিই দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানাতে একটি ৭০০ বছরের পুরোনা বট গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে স্যালাইনের বোতলে তরল মিশ্রিত কীটনাশক! প্রায় তিন একর জমির ওপর থাকা এই গাছটিকে তার জাতের বিশ্বের দ্বিতীয় বৃহৎ গাছ বলা হয়।
পর্যটকদের কাছে জনপ্রিয় এই গাছটিকে উইপোকার উপদ্রব থেকে বাঁচাতে চেষ্টার কমতি রাখছে না স্থানীয় কর্মকর্তারা। সংক্রমণ ঠেকাতে গাছের মূলে পাইপ বাঁধা হয়েছে। গাছের ডালপালা যাতে ভেঙে না পড়ে সে জন্য সিমেন্ট প্লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গাছের ক্ষতিগ্রস্থ জায়গাগুলোতে ফোঁটা ফোঁটায় তরল কীটনাশক দেয়ার ব্যবস্থাও করা হয়েছে। যেটা অনেকটা স্যালাইন থেকে ফোঁটার মতো।
এদিকে গাছটির ডালপালা ভাঙা রোধে গত বছরের ডিসেম্বর থেকে কতৃপক্ষ পর্যটকদের ওপর সীমাবদ্ধতা দিয়েছে। সংবাদমাধ্যমে আরো জানানো হয়, উইপোকা মারাত্মকভাবে ক্ষতি করেছে গাছটির। এছাড়া পর্যটকরা এর ডালপালায় ঝুলে বাঁকিয়ে দিচ্ছে। ভারতীয় বট গাছ বিস্তৃত বৃদ্ধি ও দৃঢ় শিকড়ের জন্য পরিচিত।