ঢাকা , রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিড়াল ধরতেই খরচ লাখ টাকা

বাঙালী কণ্ঠ নিউজঃ বিড়াল ধরতে খরচ লাখ টাকা। শিরোনাম দেখে ভুল তথ্য মনে হলে ঘটনা সত্য। ৩০টি বিড়াল ধরতে খরচ হয়েছে ৯৮ হাজার টাকা। বিড়াল ধরতে দেয়া হয় টেন্ডার।

বিড়াল পোষ্য প্রাণী হলেও বিড়ালের উৎপাতে অস্থির রাজভবন। বিড়ালের উৎপাতে অস্থির বাড়ির কুকুরগুলো। তাদের অবস্থা বেহাল করে দিয়েছে বিড়াল। অবশেষে এর সমাধান খুঁজতে নতুন পদ্ধতি নিল বেঙ্গালুরু প্রশাসন।

বেঙ্গালুরু রাজ্যপালের পরিবারের সদস্যরা বিড়ালে অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বরাতে জানা যায়, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রাজভবনে। রাজপ্রাসাদের সদস্যরা বিড়ালের উৎপাতের জেরে অতিষ্ঠ। খাবার চুরি থেকে শুরু করে পোষ্য কুকুরগুলোকেও সবসময় বিরক্ত করে বিড়াল।

উপায়ন্ত না পেয়ে অবশেষে সমস্যাটির সমাধান করতে রাজভবনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। তবে প্রশাসনের কোন কর্মীর বিড়াল ধরার প্রশিক্ষণ ছিল না।

শেষ চেষ্টা হিসেবে বিড়ালের উৎপাত থেকে বাঁচতে একটি বেসরকারী প্রতিষ্ঠানকে বিড়াল ধরার টেন্ডার দেয়া হয়। টেন্ডারে মোট ৩০টি বিড়াল ধরতে খরচ হয়েছে ৯৮ হাজার টাকা।
Tag :
আপলোডকারীর তথ্য

বিড়াল ধরতেই খরচ লাখ টাকা

আপডেট টাইম : ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
বাঙালী কণ্ঠ নিউজঃ বিড়াল ধরতে খরচ লাখ টাকা। শিরোনাম দেখে ভুল তথ্য মনে হলে ঘটনা সত্য। ৩০টি বিড়াল ধরতে খরচ হয়েছে ৯৮ হাজার টাকা। বিড়াল ধরতে দেয়া হয় টেন্ডার।

বিড়াল পোষ্য প্রাণী হলেও বিড়ালের উৎপাতে অস্থির রাজভবন। বিড়ালের উৎপাতে অস্থির বাড়ির কুকুরগুলো। তাদের অবস্থা বেহাল করে দিয়েছে বিড়াল। অবশেষে এর সমাধান খুঁজতে নতুন পদ্ধতি নিল বেঙ্গালুরু প্রশাসন।

বেঙ্গালুরু রাজ্যপালের পরিবারের সদস্যরা বিড়ালে অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বরাতে জানা যায়, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রাজভবনে। রাজপ্রাসাদের সদস্যরা বিড়ালের উৎপাতের জেরে অতিষ্ঠ। খাবার চুরি থেকে শুরু করে পোষ্য কুকুরগুলোকেও সবসময় বিরক্ত করে বিড়াল।

উপায়ন্ত না পেয়ে অবশেষে সমস্যাটির সমাধান করতে রাজভবনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। তবে প্রশাসনের কোন কর্মীর বিড়াল ধরার প্রশিক্ষণ ছিল না।

শেষ চেষ্টা হিসেবে বিড়ালের উৎপাত থেকে বাঁচতে একটি বেসরকারী প্রতিষ্ঠানকে বিড়াল ধরার টেন্ডার দেয়া হয়। টেন্ডারে মোট ৩০টি বিড়াল ধরতে খরচ হয়েছে ৯৮ হাজার টাকা।