ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শক আমার কাছ থেকে আলাদা কিছু পাবে

বাঙালী কণ্ঠ নিউজঃ চিত্রনায়ক আরিফিন শুভ। দুটি নতুন ছবি নিয়ে চলতি বছর হাজির হবেন তিনি। অনেকটা চুপচাপেই কাজ করতে পছন্দ করেন এই তারকা। কাজ প্রকাশ হবার আগে কাজ নিয়ে অন্য সবাইকে বেশ কথা বলতে দেখা গেলেও তার ক্ষেত্রে ব্যতিক্রম কিছুই দেখা যায়। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে কাজ করার সময়ও তিনি ছবির গল্প ও চরিত্র নিয়ে খুব একটা কথা বলেননি। ছবি মুক্তির আগে বলিউডে ও টালিউডপাড়াতেও তারকাদের ছবির কাহিনী বা চরিত্র নিয়ে খুব কম কথা বলতে দেখা যায়।

আরিফিন শুভ অভিনীত দুটি ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এগুলো হচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ এবং অন্যটি ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ছবি ‘মিশন এক্সট্রিম’। ছবি দুটির বিষয়ে শুভ জানান, আমি ‘সাপলুডু’ ছবির শুটিং এর সময় দুই-তিন মাস সময় দিয়েছি। আবার ‘মিশন এক্সট্রিম’ এর জন্য ছয় মাসের মত সময় দিয়েছি। বছরে ৭-টি ছবিতে যে অভিনয় করতে হবে তা আমি বিশ্বাস করি না। আমি একটা কাজে হাত দিলে তা শেষ করে অন্য ছবিতে কাজ শুরু করি। এরইমধ্যে আমার অভিনীত দুটি ছবির ডাবিংও শেষ করেছি।

দুটি ছবিতে দর্শক আমাকে দুটি ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। আশা করি, দর্শক আমার কাছ থেকে আলাদা কিছু পাবে। এরমধ্যে ‘মিশন এক্সট্রিম’ ছবিতে দর্শকরা শুভর বিপরীতে মিস ওয়াল্ডখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী আর ‘সাপলুডু’ ছবিতে বিদ্যা সিনহা মিমকে দেখতে পাবেন। এর আগে ‘তারকাঁটা’ ছবিতে শুভর বিপরীতে মিম অভিনয় করেছেন। তবে ঐশীর সাথে এক ফ্রেমে এবারই প্রথম দর্শকরা ‘মিশন এক্স্রট্রিম’ ছবিতে তাদের দেখতে পাবেন। বড়পর্দায় ‘জাগো’, ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘কিস্তিমাত’, ছুঁয়ে দিলে মন’, ‘ওয়ার্নিং’, ‘মুসাফির’, ‘অস্তিত্ব’, ‘নিয়তি’, ‘ প্রেমী ও প্রেমী’, ‘ ধেততেরিকি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘ভালো থেকো’, ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এরইমধ্যে পেয়েছেন দর্শকপ্রিয়তা।

কলকাতায় সবশেষ তার অভিনীত এবং রঞ্জন ঘোষের ‘আহা রে’ ছবিটি বড়পর্দায় মুক্তি পায়। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবার কলকাতার ছবিতে কাজ করলেও ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান শুভ। নতুন কাজের বিষয়ে শুভ বলেন, কুরবানি ঈদের পর নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবির বাকি কাজ শুরু করব। আর সামনে দুটি নতুন ছবি দর্শকরা দেখতে পাবেন। ছবি দুটি হচ্ছে ‘মিশন এক্সট্রিম’ এবং ‘সাপলুডু’। এই তো। দুটি ছবিতেই দর্শকরা ভিন্ন দুই চরিত্রে শুভকে দেখতে পাবেন। তাই সামনে ছবি দুটির প্রচারণায় ব্যস্ত থাকবেন এই তারকা। এরইমধ্যে এ দুটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন তিনি। ‘সাপলুডু’ ছবিটি এবং ‘মিশন এক্সট্রিম’ নামের দুটি ছবিতে ভিন্ন লুকে হাজির হতে যাচ্ছেন তিনি।

গত মঙ্গলবার ‘সাপলুডু’ চবির প্রথম লুকের পোস্টারও প্রকাশ পেয়েছে। এদিকে আজ লস অ্যাঞ্জেলস রওনা করবেন বলে জানিয়েছেন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি অভিনয়ের জন্য শিক্ষার্থী হিসেবে অভিনয়ের ক্লাসও করবেন বলেন জানালেন তিনি। শুভ বলেন, বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এক ‘আনন্দ মেলা’ অনুষ্ঠান। কোনো টিকেট অনুষ্ঠান এটি না। গতবারও আমি অংশ নিয়েছিলাম। এবারও অংশ নিব। আর এ অনুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি দেশটির স্থানীয় একটি অভিনয় স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নেবেন আরিফিন শুভ। এ প্রসঙ্গে এই চিত্রনায়ক বলেন, আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ ফিল্ডে নিজেকে ডেভলপ করার জন্যও একজন শিল্পীকে সময় দেওয়া প্রয়োজন। আমি নিজেকে সময় দেবার চেষ্টা করি এবং সেই সাথে নতুন কিছু শিখতে আগ্রহী আমি। সেজন্য যুক্তরাষ্ট্রে  এক অভিনয় কর্মশালায় অংশ নিব।

Tag :
আপলোডকারীর তথ্য

দর্শক আমার কাছ থেকে আলাদা কিছু পাবে

আপডেট টাইম : ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ চিত্রনায়ক আরিফিন শুভ। দুটি নতুন ছবি নিয়ে চলতি বছর হাজির হবেন তিনি। অনেকটা চুপচাপেই কাজ করতে পছন্দ করেন এই তারকা। কাজ প্রকাশ হবার আগে কাজ নিয়ে অন্য সবাইকে বেশ কথা বলতে দেখা গেলেও তার ক্ষেত্রে ব্যতিক্রম কিছুই দেখা যায়। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে কাজ করার সময়ও তিনি ছবির গল্প ও চরিত্র নিয়ে খুব একটা কথা বলেননি। ছবি মুক্তির আগে বলিউডে ও টালিউডপাড়াতেও তারকাদের ছবির কাহিনী বা চরিত্র নিয়ে খুব কম কথা বলতে দেখা যায়।

আরিফিন শুভ অভিনীত দুটি ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এগুলো হচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ এবং অন্যটি ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ছবি ‘মিশন এক্সট্রিম’। ছবি দুটির বিষয়ে শুভ জানান, আমি ‘সাপলুডু’ ছবির শুটিং এর সময় দুই-তিন মাস সময় দিয়েছি। আবার ‘মিশন এক্সট্রিম’ এর জন্য ছয় মাসের মত সময় দিয়েছি। বছরে ৭-টি ছবিতে যে অভিনয় করতে হবে তা আমি বিশ্বাস করি না। আমি একটা কাজে হাত দিলে তা শেষ করে অন্য ছবিতে কাজ শুরু করি। এরইমধ্যে আমার অভিনীত দুটি ছবির ডাবিংও শেষ করেছি।

দুটি ছবিতে দর্শক আমাকে দুটি ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। আশা করি, দর্শক আমার কাছ থেকে আলাদা কিছু পাবে। এরমধ্যে ‘মিশন এক্সট্রিম’ ছবিতে দর্শকরা শুভর বিপরীতে মিস ওয়াল্ডখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী আর ‘সাপলুডু’ ছবিতে বিদ্যা সিনহা মিমকে দেখতে পাবেন। এর আগে ‘তারকাঁটা’ ছবিতে শুভর বিপরীতে মিম অভিনয় করেছেন। তবে ঐশীর সাথে এক ফ্রেমে এবারই প্রথম দর্শকরা ‘মিশন এক্স্রট্রিম’ ছবিতে তাদের দেখতে পাবেন। বড়পর্দায় ‘জাগো’, ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘কিস্তিমাত’, ছুঁয়ে দিলে মন’, ‘ওয়ার্নিং’, ‘মুসাফির’, ‘অস্তিত্ব’, ‘নিয়তি’, ‘ প্রেমী ও প্রেমী’, ‘ ধেততেরিকি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘ভালো থেকো’, ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এরইমধ্যে পেয়েছেন দর্শকপ্রিয়তা।

কলকাতায় সবশেষ তার অভিনীত এবং রঞ্জন ঘোষের ‘আহা রে’ ছবিটি বড়পর্দায় মুক্তি পায়। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবার কলকাতার ছবিতে কাজ করলেও ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান শুভ। নতুন কাজের বিষয়ে শুভ বলেন, কুরবানি ঈদের পর নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবির বাকি কাজ শুরু করব। আর সামনে দুটি নতুন ছবি দর্শকরা দেখতে পাবেন। ছবি দুটি হচ্ছে ‘মিশন এক্সট্রিম’ এবং ‘সাপলুডু’। এই তো। দুটি ছবিতেই দর্শকরা ভিন্ন দুই চরিত্রে শুভকে দেখতে পাবেন। তাই সামনে ছবি দুটির প্রচারণায় ব্যস্ত থাকবেন এই তারকা। এরইমধ্যে এ দুটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন তিনি। ‘সাপলুডু’ ছবিটি এবং ‘মিশন এক্সট্রিম’ নামের দুটি ছবিতে ভিন্ন লুকে হাজির হতে যাচ্ছেন তিনি।

গত মঙ্গলবার ‘সাপলুডু’ চবির প্রথম লুকের পোস্টারও প্রকাশ পেয়েছে। এদিকে আজ লস অ্যাঞ্জেলস রওনা করবেন বলে জানিয়েছেন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি অভিনয়ের জন্য শিক্ষার্থী হিসেবে অভিনয়ের ক্লাসও করবেন বলেন জানালেন তিনি। শুভ বলেন, বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এক ‘আনন্দ মেলা’ অনুষ্ঠান। কোনো টিকেট অনুষ্ঠান এটি না। গতবারও আমি অংশ নিয়েছিলাম। এবারও অংশ নিব। আর এ অনুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি দেশটির স্থানীয় একটি অভিনয় স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নেবেন আরিফিন শুভ। এ প্রসঙ্গে এই চিত্রনায়ক বলেন, আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ ফিল্ডে নিজেকে ডেভলপ করার জন্যও একজন শিল্পীকে সময় দেওয়া প্রয়োজন। আমি নিজেকে সময় দেবার চেষ্টা করি এবং সেই সাথে নতুন কিছু শিখতে আগ্রহী আমি। সেজন্য যুক্তরাষ্ট্রে  এক অভিনয় কর্মশালায় অংশ নিব।