বাঙালীকন্ঠঃ ব্যাংক নোটের আদলে কোনো বিল, টিকিট বা টোকেন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক নোটের আদলে কিছু প্রস্তুত ও ব্যবহার আইনত দণ্ডনীয় উল্লেখ করে সংস্থাটি এর ব্যবহার বন্ধ করতে বলেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকিট ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। ব্যক্তিমালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরাঁ ও শহরাঞ্চলের বিভিন্ন বিনোদন পার্কে এর ব্যবহার হচ্ছে। টাকার আদলে এ ধরনের বিল, কুপন ও টিকিটের ব্যবহারের কারণে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জাল নোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে। এ ছাড়া ব্যাংক নোটের আদলে এসব বিল, টোকেন ও টিকিটের ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। এ জন্য এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এসব কার্যক্রম থেকে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান টাকার আদলে গিফট ভাউচার তৈরি করে বিক্রি করছে, যা দিয়ে ওই প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করা যায়। এর ব্যবহারও দিন দিন বাড়ছে। ফলে, টাকার নোটের বিকল্প মাধ্যম গড়ে উঠতে পারে। এ জন্যই এ সতর্কবার্তা।