প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিয়েছেন ইউনিভার্সেল এলপি গ্যাস সিলিন্ডার লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মো: শাহজাহান সাজু ।
ইন্ডিয়া ইকোনমিক সামিটে অর্থনৈতিক উন্নয়ণ, বিনিয়োগসহ বিভিন্ন খাতের উন্নয়ণ সম্ভাবনা ও ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রায় ৪০টি দেশের ৮০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ইন্ডিয়া ইকোনমিক সম্মেলনে (২০১৯) ভারত-বাংলাদেশের বিজনেস ফোরাম (আইবিবিএফ) এ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দিল্লির এই সম্মেলনে দুইটি গভর্নমেন্ট টু বিজনেস সমঝোতা স্মারক সই করেন স্টার্ট আপ বাংলাদেশ ও টেক মাহিন্দ্র।
অন্য স্মারকে সই করে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি ও আমদানি পোর্টস এ-এসইজেডস।
মো: শাহজাহান সাজু দিল্লিতে এ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসায়িক উন্নয়ণের খোলামেলা আলোচনা করতে পেরে প্রধানমন্ত্রী ও এফবিসিসিআই নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।