আজ শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসাইন রনীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি’র বক্তৃতা করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রি বোর্ডের ট্রাষ্ট্রি রিপন রায় লিপু, কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজা, সাংবাদিক আলম সারোয়র টিটু, কিশোরগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম রিফাত, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন রানা প্রমুখ।
অনুষ্ঠানে একাত্তরের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।