ঢাকা , রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাসতে নেই মানা ১৯ অক্টেবর

 

বাঙালী কণ্ঠ ডেস্কঃ   * জোকস-১  ৭০ বছরের এক বৃদ্ধ আরেক বৃদ্ধের বাড়িতে দাওয়াত খেতে গেল।

সে খুবই অবাক হলো, যখন তার বন্ধু তার বৃদ্ধা স্ত্রীকে ‘জান’, ‘ময়না’ ও ‘কলিজার টুকরা’ বলে ডাকছিল।

যাওয়ার সময় সে তার বন্ধুকে বলল, ‘এটা অনেক সুন্দর। বিয়ের ৪০ বছর পরেও তুমি স্ত্রীকে আদর করে ডাকো।’

বৃদ্ধ নিচু গলায় বলল, ‘আমার মাথা থেকে তার নাম ১০ বছর আগেই মুছে গেছে। ভয়ে তার নামটা জিজ্ঞেস করতে পারিনি। তাই এসব বলেই ডাকি।’

* জোকস-২

উড়োজাহাজে এক সুন্দরী বিমানবালাকে এক যাত্রী বললেন-

যাত্রী: আপনার নাম কী?

বিমানবালা: ইভা বেঞ্জ।

যাত্রী: চমৎকার নাম! মার্সিডিজ বেঞ্জের সাথে কোনভাবে সম্পর্ক আছে?

বিমানবালা: একই দাম!

* জোকস-৩

আরব দেশে এক লোক টাকার লোভে কুৎসিত এক মহিলাকে বিয়ে করল। রীতি অনুযায়ী মহিলা খুবই পর্দানশীন।

তো বাসর রাতে মহিলা স্বামীকে বলল, ‘মালিক, আমি কি আপনার বন্ধুদের সামনে পর্দা করব?’

দীর্ঘশ্বাস ফেলে স্বামী বললেন, ‘ওদের সামনে পর্দা করার দরকার নেই। আমার সামনে করলেই হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হাসতে নেই মানা ১৯ অক্টেবর

আপডেট টাইম : ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯

 

বাঙালী কণ্ঠ ডেস্কঃ   * জোকস-১  ৭০ বছরের এক বৃদ্ধ আরেক বৃদ্ধের বাড়িতে দাওয়াত খেতে গেল।

সে খুবই অবাক হলো, যখন তার বন্ধু তার বৃদ্ধা স্ত্রীকে ‘জান’, ‘ময়না’ ও ‘কলিজার টুকরা’ বলে ডাকছিল।

যাওয়ার সময় সে তার বন্ধুকে বলল, ‘এটা অনেক সুন্দর। বিয়ের ৪০ বছর পরেও তুমি স্ত্রীকে আদর করে ডাকো।’

বৃদ্ধ নিচু গলায় বলল, ‘আমার মাথা থেকে তার নাম ১০ বছর আগেই মুছে গেছে। ভয়ে তার নামটা জিজ্ঞেস করতে পারিনি। তাই এসব বলেই ডাকি।’

* জোকস-২

উড়োজাহাজে এক সুন্দরী বিমানবালাকে এক যাত্রী বললেন-

যাত্রী: আপনার নাম কী?

বিমানবালা: ইভা বেঞ্জ।

যাত্রী: চমৎকার নাম! মার্সিডিজ বেঞ্জের সাথে কোনভাবে সম্পর্ক আছে?

বিমানবালা: একই দাম!

* জোকস-৩

আরব দেশে এক লোক টাকার লোভে কুৎসিত এক মহিলাকে বিয়ে করল। রীতি অনুযায়ী মহিলা খুবই পর্দানশীন।

তো বাসর রাতে মহিলা স্বামীকে বলল, ‘মালিক, আমি কি আপনার বন্ধুদের সামনে পর্দা করব?’

দীর্ঘশ্বাস ফেলে স্বামী বললেন, ‘ওদের সামনে পর্দা করার দরকার নেই। আমার সামনে করলেই হবে।’