একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে এক হাজার ৬৭২ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকেলে কর্ণফুলী থানার ইছানগরে ‘পেনিনসুলা কোল্ড স্টোর’ নামের একটি স্টোরেজ থেকে এসব জব্দ করা হয়। এসময় কোল্ড স্টোরেজের মালিক মোহাম্মদ আফসার আহাম্মদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। এসময় উপস্থিত ছিলেন মেজর মো. ফিরোজ কবীর ও পটিয়া উপজেলার সিনিয়র মৎস জরিপ কর্মকর্তা লুৎফর রহমান।
র্যাব-৭ এর সিনিয়র এএসপি মিমতানুর রহমান জানান, ‘পহেলা বৈশাখকে সামনে রেখে নিষিদ্ধ জাটকা ইলিশ সংগ্রহ করছে অসাধু ব্যবসায়ীরা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্টোরেজ থেকে এক হাজার ৬৭২ কেজি বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মৎস রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী স্টোরেজ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’