একক বা খণ্ড নাটকে একসঙ্গে তারিন ও অপূর্বকে অনেকবারই দেখা গেছে। জুটি হয়ে অপূর্বের সঙ্গে উর্মিলাকেও দেখা গেছে অনেক নাটকে। তবে এ তিন শিল্পীকে একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি। এনটিভিতে প্রচার চলতি নজরুল ইসলাম রাজুর ‘সানফ্লাওয়ার’ ধারাবাহিকে এ তিন তারকা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘নাটকটিতে অভিনয় করার কারণ হচ্ছে এর গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া এবারই প্রথম আমি নাটকে একজন ইলেকট্রিসিয়ানের চরিত্রে অভিনয় করেছি। যা সাধারণত ছেলেরাই করে থাকেন। যে কারণে এ চরিত্রটিতে অভিনয় করা আমার জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। ’ অপূর্ব বলেন, ‘এমন অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করি যেসব নাটকের সম্পূর্ণ গল্প সম্পর্কে আমার জানা থাকে না। কিন্তু সানফ্লাওয়ার ধারাবাহিকটির গল্পের পুরোটাই আমার জানা। আমি জানি নাটকের কোন পর্যায়ে কী হবে না হবে। যখন শিল্পী তার চরিত্রের গন্তব্য পর্যন্ত জেনে কাজ করেন তখন কাজের প্রতি তার অগাধ ভালোবাসা থাকে। তাই সানফ্লাওয়ার ধারাবাহিকটির প্রতি রয়েছে আমার অন্যরকম ভালোবাসা’। উর্মিলা বলেন, ‘ধারাবাহিকটিতে কাজ করে দারুণ লাগছে। আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। প্রচারে আসার পর থেকে দারুণ সাড়াও পাচ্ছি এর জন্য।’ নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে। প্রসঙ্গত, তারিন ‘আমাদের হাটখোলা’ এবং ‘ল্যাম্পপোস্ট’ নামে আরও নতুন দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। অন্যদিকে নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন অপূর্ব। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ গত বছর মুক্তি পায়। চলতি বছর নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের কথা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আসন্ন ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ তারকা।
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ
পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব: বাঁধন
সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
নারীর তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে পুরুষ ভোটার
শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ–পার্নো
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের অপকর্ম নিচে পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
এই প্রথম এক নাটকে ওরা তিনজন
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
- 436
Tag :
জনপ্রিয় সংবাদ