বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ কে ঐ শোনালো মোরে আজানের ধ্বনিমর্মে মর্মে সুর, বাজিলো কি সুমধুরআকুল হইলো প্রাণ, নাচিলো ধমনী’’বাংলা সাহিত্যের অন্যতম মহাকবি কায়কোবাদ ঠিকই বলেছেন। শত বছর পর তা আবারও প্রমাণিত হলো ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডমের নিউ ওয়েস্ট শহরের নীল মসজিদে। কবির ভাষায় সেই আজানের মধুর ধ্বনি শুনতে ব্লু মস্ক বা নীল মসজিদে ভিড় জমিয়েছেন অমুসলিমরা।দীর্ঘ দিন ধরে উচ্চ আওয়াজে আজান দেয়া বন্ধ ছিল সেখানে। মসজিদ কমিটি গত ৮ নভেম্বর শুক্রবার উচ্চ আওয়াজে আজান দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কট্টর ইসলাম বিদ্বেষী একটি গ্রুপ বিষয়টি জানতে পেরে মাইকে উচ্চ আওয়াজে আজান বন্ধ করে দেয়। উচ্চ আওয়াজে আজান বন্ধ করে দেয়া হলে স্থানীয় মুসলমানরা মুখেই আজান দিয়ে যাচ্ছে। আর এ ব্যাপারে স্থানীয় মুসলিমরা প্রশাসনকে অবহিত করে।ব্লু মস্ক বা নীল মসজিদের দায়িত্বশীলরা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গত ১৫ নভেম্বর শুক্রবার মাইকে উচ্চ আওয়াজে জুমআ নামাজের জন্য আজান দেয়। ব্লু মস্ক বা নীল মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠের সেই সুমধুর আজান শুনতেই অমুসলিমদের ভিড় জমে যায়।নামাজের জন্য মুয়াজ্জিনের আহ্বান কেমন লাগে তা শুনতে এ দিন মসজিদের কাছে জড়ো হন অনেক অমুসলিম। তাদের অনেকেই সুমধুর আজানের এ ধ্বনি মোবাইলে রেকর্ড করেন।আজান কেমন লাগল? এমন প্রশ্নে তাদের অনেকেই জানান, ‘এক্সিলেন্ট! অসাধারণ! আজানের এ সুমধুর ধ্বনি সত্যিই এক অনন্য অনুভূতি। এ আবেগময় মুহূর্ত সারাজীবন মনে থাকার মতো। মাঝে মাঝে এ সুমধুর আজানের ধ্বনি মোবাইল রেকর্ড থেকে শুনবো।’উল্লেখ্য যে, উইরোপের দেশ নেদারল্যান্ডসেই রয়েছে প্রায় ৫০০ মসজিদ। এর বেশির ভাগ মসজিদেই মাইক ছাড়া আজান হয়। দেশটির সরকার ১৯৮০ সাল থেকে ধর্মীয় স্বাধীনতা পালনের অধিকার দেয়। সে অধিকারেই মুসলিমরা স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে মাইকে আজান দেয়া শুরু করে।
সংবাদ শিরোনাম :
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল-বিলম্বিত
চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমের পর সাকিবও ঝরে গেলেন
ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা, ঘটনার বর্ণনায় যা বললেন হানিফ সংকেত
সারজিসের সঙ্গে সেই ভিডিও নিয়ে যা বললেন সমন্বয়ক মিতু
সিরিয়ার পরিবর্তে লিবিয়াকে কৌশলগত কেন্দ্র করতে চায় রাশিয়া
অন্তর্বর্তী সরকারের প্রতি যে আহ্বান জানালেন রিজভী
মক্কায় গিয়েও বাজে মন্তব্যের শিকার, জবাব দিলেন নিলয়
রুশ তেল খাতে ব্যাপক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
বিকিনি পরা ছবি দেওয়ায় বাসা ছাড়তে হলো গিটারিস্ট নিশাতকে
শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের
আজানের সুমধুর ধ্বনি শুনতে অমুসলিমদের ভিড়
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- 306
Tag :
জনপ্রিয় সংবাদ