ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আঁচার

বাঙালী কন্ঠ ডেস্কঃ কাঁচা বড়ইয়ের ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন। তবে শুধু শীতকালেই কাঁচা বড়ই খাওয়া সম্ভব। সারাবছর তো আর বড়ই পাওয়া যায় না। তাই অনেকেই বড়ইয়ের আঁচার বানিয়ে সংরক্ষণ করেন।
খুব সহজে আর অল্প কিছু উপকরণেই বানাতে পারবেন বড়ইয়ের আচার। এবছর মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচার। আজ রইল বড়ইয়ের টক মিষ্টি ঝাল আঁচারের টিপসসহ সহজ রেসিপি-

উপকরণ: শুকনা বড়ই এক কেজি, সাদা সরিষা বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ,পাঁচফোড়ন গুঁড়া ২ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ২ চা চামচ, ভিনেগার আধা কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, শুকনা মরিচ ৭ থেকে ৮ টি, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৪০০ মিলি ও পানি সামান্য।

প্রণালী: প্রথমে বড়ইগুলো বোঁটা ছাড়িয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। দুই ঘণ্টা পর বড়ইগুলো পানি ঝরতে দিন। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। এরপর পাঁচফোড়ন আর শুকনা মরিচ ফোঁড়ন দিন। সামান্য ভাজা হলে বাকি সব মশলা দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে চিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চিনি গলতে শুরু করলে বড়ইগুলো দিয়ে মিশিয়ে জ্বাল দিতে থাকুন। অল্প আঁচে বড়ই নেড়ে শুকিয়ে আনতে হবে। যতোটা সম্ভব শুকানোর পর আঁচার নামিয়ে নিন।

এবার একটা ট্রেতে পাতলা করে বিছিয়ে পাতলা কাপড়ে ঢেকে রোদে শুকাতে দিন। হালকা ভেজা ভেজা অবস্থায় বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন।

টিপস: আঁচার সংরক্ষণের আগে বয়াম ভালোভাবে পানিতে ফুটিয়ে নিন। সারা বছর সংরক্ষণ করতে আঁচারে সিরকা ব্যবহার করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আঁচার

আপডেট টাইম : ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

বাঙালী কন্ঠ ডেস্কঃ কাঁচা বড়ইয়ের ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন। তবে শুধু শীতকালেই কাঁচা বড়ই খাওয়া সম্ভব। সারাবছর তো আর বড়ই পাওয়া যায় না। তাই অনেকেই বড়ইয়ের আঁচার বানিয়ে সংরক্ষণ করেন।
খুব সহজে আর অল্প কিছু উপকরণেই বানাতে পারবেন বড়ইয়ের আচার। এবছর মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচার। আজ রইল বড়ইয়ের টক মিষ্টি ঝাল আঁচারের টিপসসহ সহজ রেসিপি-

উপকরণ: শুকনা বড়ই এক কেজি, সাদা সরিষা বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ,পাঁচফোড়ন গুঁড়া ২ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ২ চা চামচ, ভিনেগার আধা কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, শুকনা মরিচ ৭ থেকে ৮ টি, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৪০০ মিলি ও পানি সামান্য।

প্রণালী: প্রথমে বড়ইগুলো বোঁটা ছাড়িয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। দুই ঘণ্টা পর বড়ইগুলো পানি ঝরতে দিন। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। এরপর পাঁচফোড়ন আর শুকনা মরিচ ফোঁড়ন দিন। সামান্য ভাজা হলে বাকি সব মশলা দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে চিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চিনি গলতে শুরু করলে বড়ইগুলো দিয়ে মিশিয়ে জ্বাল দিতে থাকুন। অল্প আঁচে বড়ই নেড়ে শুকিয়ে আনতে হবে। যতোটা সম্ভব শুকানোর পর আঁচার নামিয়ে নিন।

এবার একটা ট্রেতে পাতলা করে বিছিয়ে পাতলা কাপড়ে ঢেকে রোদে শুকাতে দিন। হালকা ভেজা ভেজা অবস্থায় বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন।

টিপস: আঁচার সংরক্ষণের আগে বয়াম ভালোভাবে পানিতে ফুটিয়ে নিন। সারা বছর সংরক্ষণ করতে আঁচারে সিরকা ব্যবহার করতে পারেন।