পরীমনির জামিন হবে কিনা, জানা যাবে বুধবার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকার মুখ্য মহানগন হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।

আদালত আগামী বুধবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, আমরা পরীমনির জামিন শুনানি করতে চেয়ে বিশেষ আবেদন করি। আদালত জামিন শুনানি না দিয়ে আগামী ১৮ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।

গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর