মিথিলা ও বাঁধনকে নিয়ে যা বললেন জয়া

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের মতো ওপার বাংলায়ও সমানতালে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তার সেই পথেই হাঁটছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজে ডাক পড়েছে তার। যার নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।

অন্যদিকে মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলারও টালিউডে অভিষেকের খবর প্রকাশ্যে এসেছে।

নতুন করে বাংলাদেশের এই দুই অভিনেত্রীর ওপার বাংলায় অভিনয় প্রসঙ্গে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।

তিনি বলেন, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর প্রতিযোগিতা হিসেবে ভাবলে, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই।
‘আমার মতে, শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়। আদানপ্রদান তো শিল্পীদের মাধ্যমেই হয়। আমি চাইব আরও বেশি মানুষ বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে কাজ করুক।’

জয়ার ভাষ্য, শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালকরাও কলকাতায় যাক। সেখানে গিয়ে ছবি তৈরি করুক। এতে তার দল ভারী হবে বৈকি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর