ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলে ৩৮ মিনিটে যাওয়া যাবে উত্তরা থেকে মতিঝিল

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বন্ধ থাকবে মেট্রোরেলের স্বাভাবিক কার্যক্রম।

আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে আসতে মেট্রোরেলের সময় লাগে ১৭ মিনিট। মতিঝিল পর্যন্ত এই রুটে চলাচলে সময় লাগবে ৩১ মিনিট। সব স্টেশন চালুর পর ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। নতুন রুটের ভাড়া আগের মত ওয়েবসাইটে দেওয়া আছে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে নভেম্বর মাসের শেষে। মেট্রোরেলে এমআরটি স্থায়ী কার্ডের সংখ্যাও দিন দিন বাড়ছে বলে জানান পরিচালক এম এ এন সিদ্দিক। পরে এই সেবা প্রসঙ্গে তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও পযন্ত প্রতিদিন ৯০ হাজার যাত্রী চলাচল করছে। মতিঝিল পর্যন্ত পুরোপুরি চালু হলে যাত্রী সংখ্যা হবে ৫ লাখ।

রাজধানীতে মেট্রোরেল চলাচল করছে গত ২৮ ডিসেম্বর থেকে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে বলে এখনও পুরোপুরি সুফল মিলছে না।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ‘আমরা যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের একটা বড় অংশকে মেট্রোরেল ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে যানজটের পরিমাণ অনেকটাই কমে আসবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মেট্রোরেলে ৩৮ মিনিটে যাওয়া যাবে উত্তরা থেকে মতিঝিল

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বন্ধ থাকবে মেট্রোরেলের স্বাভাবিক কার্যক্রম।

আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে আসতে মেট্রোরেলের সময় লাগে ১৭ মিনিট। মতিঝিল পর্যন্ত এই রুটে চলাচলে সময় লাগবে ৩১ মিনিট। সব স্টেশন চালুর পর ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। নতুন রুটের ভাড়া আগের মত ওয়েবসাইটে দেওয়া আছে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে নভেম্বর মাসের শেষে। মেট্রোরেলে এমআরটি স্থায়ী কার্ডের সংখ্যাও দিন দিন বাড়ছে বলে জানান পরিচালক এম এ এন সিদ্দিক। পরে এই সেবা প্রসঙ্গে তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও পযন্ত প্রতিদিন ৯০ হাজার যাত্রী চলাচল করছে। মতিঝিল পর্যন্ত পুরোপুরি চালু হলে যাত্রী সংখ্যা হবে ৫ লাখ।

রাজধানীতে মেট্রোরেল চলাচল করছে গত ২৮ ডিসেম্বর থেকে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে বলে এখনও পুরোপুরি সুফল মিলছে না।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ‘আমরা যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের একটা বড় অংশকে মেট্রোরেল ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে যানজটের পরিমাণ অনেকটাই কমে আসবে।’