ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জানালার ফাঁক দিয়ে ছেলেকে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন মা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে গৃহকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ঘরের জানালার ফাঁক দিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন মা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব থানার এসআই মাহবুব নতুনবাজার এলাকার নোয়াগাঁও সৈয়দ আলী মুন্সি রোডের নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করেন।

মৃত দেলোয়ার হোসেন দেলু (৪৫) ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য করতেন না। বাসা ভাড়া দিয়ে সংসার চালাতেন।

বাসার ভাড়াটিয়ারা জানান, কয়েকদিন যাবত দেলোয়ার হোসেন দেলু মনমরা ভাব নিয়ে চলাফেরা করতেন। শুক্রবার ৪টার দিকে তিনি তার কক্ষের প্রবেশ করে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন। বিকাল ৫টার দিকে তার মা কক্ষের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে জানালার ফাঁক দিয়ে দেলুকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে কান্নাকাটি শুরু করেন। পরে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানালার ফাঁক দিয়ে ছেলেকে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন মা

আপডেট টাইম : ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে গৃহকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ঘরের জানালার ফাঁক দিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন মা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব থানার এসআই মাহবুব নতুনবাজার এলাকার নোয়াগাঁও সৈয়দ আলী মুন্সি রোডের নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করেন।

মৃত দেলোয়ার হোসেন দেলু (৪৫) ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য করতেন না। বাসা ভাড়া দিয়ে সংসার চালাতেন।

বাসার ভাড়াটিয়ারা জানান, কয়েকদিন যাবত দেলোয়ার হোসেন দেলু মনমরা ভাব নিয়ে চলাফেরা করতেন। শুক্রবার ৪টার দিকে তিনি তার কক্ষের প্রবেশ করে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন। বিকাল ৫টার দিকে তার মা কক্ষের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে জানালার ফাঁক দিয়ে দেলুকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে কান্নাকাটি শুরু করেন। পরে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।