ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ দুই দলের বিকল্প খুঁজছে : শমসের মবিন

তৃণমূল বিএনপি চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘৭ জানুয়ারি জনগণ অবাধে ভোট দিলেই নির্বাচন সুষ্ঠু হবে। জনগণ বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউরোপীয় দুটি দেশের নির্বাচন বিশেজ্ঞদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

তৃণমূল বিএনপি চেয়ারপার্সন জানান ওই দুই নির্বাচন বিশেষজ্ঞ আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের নাগরিক।বৈঠক শেষে শমসের মবিন বলেন, ‘গত পরশু আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের পক্ষ থেকে সংলাপের বার্তা পাই। আজ দুজন প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা পরিচয় দিয়েছেন তারা নির্বাচন বিশেষজ্ঞ, তারা নির্বাচন পর্যালোচনা করবেন।

দুই নির্বাচন বিশেষজ্ঞরে সঙ্গে সংলাপের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘তাদের (নির্বাচন বিশেষজ্ঞ) কিছু প্রশ্ন ছিল, গত দুটি নির্বাচন যেহেতু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। আগামী নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা? প্রশাসন নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্কে কথা বলেছেন। নির্বাচনের প্রাক্কালে কোনো সহিংসতা হবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন।

আমরা বলেছি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’তিনি আরো বলেন, ‘তাদের মূল প্রশ্ন ছিল নির্বাচন বর্জনের সংস্কৃতি আমরা (তৃণমূল বিএনপি) কিভাবে দেখি? আমরা উত্তর দিয়েছি নির্বাচন বর্জন করার অধিকার সবারই আছে। তবে নির্বাচন প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। তৃণমূল বিএনপিরকে তারা অসাধারণ দল বলে অভিহিত করেছে। এর কারণ কি জিজ্ঞাসা করেছে।

আমরা বলেছি, মানুষ দুই দলের বিকল্প খুঁজছে। অনান্য দলের বিষয়ে তাদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে তা আপনাদের বলব না।’সাংবাদিকদের প্রশ্ন জবাবে শমসের মবিন বলেন, ‘আশাবাদী বলেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আশা নিয়েই বলছি প্রশাসনের আচরণে আমরা সন্তুষ্ট। তারা চাচ্ছেন গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা নির্বাচন সুষ্ঠু করতে আন্তরিক। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভূমিকা রাখতে চায়। ওসি, ডিসিদের বদলি ভালো পদক্ষেপ। এতে অনেকে বলছে সাজানো বাগান ধ্বংস হয়ে গেল, কিন্তু এতে নির্বাচন সুষ্ঠু হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মানুষ দুই দলের বিকল্প খুঁজছে : শমসের মবিন

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
তৃণমূল বিএনপি চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘৭ জানুয়ারি জনগণ অবাধে ভোট দিলেই নির্বাচন সুষ্ঠু হবে। জনগণ বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউরোপীয় দুটি দেশের নির্বাচন বিশেজ্ঞদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

তৃণমূল বিএনপি চেয়ারপার্সন জানান ওই দুই নির্বাচন বিশেষজ্ঞ আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের নাগরিক।বৈঠক শেষে শমসের মবিন বলেন, ‘গত পরশু আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের পক্ষ থেকে সংলাপের বার্তা পাই। আজ দুজন প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা পরিচয় দিয়েছেন তারা নির্বাচন বিশেষজ্ঞ, তারা নির্বাচন পর্যালোচনা করবেন।

দুই নির্বাচন বিশেষজ্ঞরে সঙ্গে সংলাপের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘তাদের (নির্বাচন বিশেষজ্ঞ) কিছু প্রশ্ন ছিল, গত দুটি নির্বাচন যেহেতু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। আগামী নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা? প্রশাসন নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্কে কথা বলেছেন। নির্বাচনের প্রাক্কালে কোনো সহিংসতা হবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন।

আমরা বলেছি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’তিনি আরো বলেন, ‘তাদের মূল প্রশ্ন ছিল নির্বাচন বর্জনের সংস্কৃতি আমরা (তৃণমূল বিএনপি) কিভাবে দেখি? আমরা উত্তর দিয়েছি নির্বাচন বর্জন করার অধিকার সবারই আছে। তবে নির্বাচন প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। তৃণমূল বিএনপিরকে তারা অসাধারণ দল বলে অভিহিত করেছে। এর কারণ কি জিজ্ঞাসা করেছে।

আমরা বলেছি, মানুষ দুই দলের বিকল্প খুঁজছে। অনান্য দলের বিষয়ে তাদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে তা আপনাদের বলব না।’সাংবাদিকদের প্রশ্ন জবাবে শমসের মবিন বলেন, ‘আশাবাদী বলেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আশা নিয়েই বলছি প্রশাসনের আচরণে আমরা সন্তুষ্ট। তারা চাচ্ছেন গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা নির্বাচন সুষ্ঠু করতে আন্তরিক। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভূমিকা রাখতে চায়। ওসি, ডিসিদের বদলি ভালো পদক্ষেপ। এতে অনেকে বলছে সাজানো বাগান ধ্বংস হয়ে গেল, কিন্তু এতে নির্বাচন সুষ্ঠু হবে।’