ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রেকর্ড গড়ল ‘কুইন অব টিয়ারস

দক্ষিণ কোরিয়ার এ বছরের সবচেয়ে হিট সিরিজ ‘কুইন অব টিয়ারস’। মুক্তির পর থেকেই আলোচনায় ছিল এই সিরিজ। সম্প্রতি সিরিজটির ১২তম পর্ব সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি দর্শক রেটিংয়ে নতুন রেকর্ড গড়েছে।

জায়ান্ট প্ল্যাটফরম টিভিএন-এর এযাবৎকালের সব ড্রামার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পাওয়া ড্রামা এখন ‘কুইন অব টিয়ারস’।

১৪ এপ্রিল, কিম সু-হিউন এবং কিম জি-ওন অভিনীত জনপ্রিয় রোমান্স ড্রামাটি এর ১২তম পর্বের সম্প্রচারের সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ দর্শক রেটিংয়ে পৌঁছেছে।

নিলসেন কোরিয়া জানিয়েছে, সিরিজের ১২তম পর্বটি দেশব্যাপী গড়ে ২০.৭ শতাংশ রেটিং অর্জন করেছে। প্রথমবার এটি ২০ শতাংশ রেটিং অতিক্রম করেছে এবং শোটি এখন পর্যন্ত দর্শকসংখ্যার জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। এখন দেখার বিষয় হচ্ছে, কুইন অব টিয়ারস এ যাবৎকালের সবচেয়ে বেশি রেটিংপ্রাপ্ত ‘ক্র‌াশ ল্যান্ডিং অন ইউ’কে ছাড়িয়ে যেতে পারবে কি না, যা ২০২০ সালে সর্বোচ্চ ২১.৭ শতাংশ দেশীয় রেটিং অর্জন করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নতুন রেকর্ড গড়ল ‘কুইন অব টিয়ারস

আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

দক্ষিণ কোরিয়ার এ বছরের সবচেয়ে হিট সিরিজ ‘কুইন অব টিয়ারস’। মুক্তির পর থেকেই আলোচনায় ছিল এই সিরিজ। সম্প্রতি সিরিজটির ১২তম পর্ব সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি দর্শক রেটিংয়ে নতুন রেকর্ড গড়েছে।

জায়ান্ট প্ল্যাটফরম টিভিএন-এর এযাবৎকালের সব ড্রামার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পাওয়া ড্রামা এখন ‘কুইন অব টিয়ারস’।

১৪ এপ্রিল, কিম সু-হিউন এবং কিম জি-ওন অভিনীত জনপ্রিয় রোমান্স ড্রামাটি এর ১২তম পর্বের সম্প্রচারের সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ দর্শক রেটিংয়ে পৌঁছেছে।

নিলসেন কোরিয়া জানিয়েছে, সিরিজের ১২তম পর্বটি দেশব্যাপী গড়ে ২০.৭ শতাংশ রেটিং অর্জন করেছে। প্রথমবার এটি ২০ শতাংশ রেটিং অতিক্রম করেছে এবং শোটি এখন পর্যন্ত দর্শকসংখ্যার জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। এখন দেখার বিষয় হচ্ছে, কুইন অব টিয়ারস এ যাবৎকালের সবচেয়ে বেশি রেটিংপ্রাপ্ত ‘ক্র‌াশ ল্যান্ডিং অন ইউ’কে ছাড়িয়ে যেতে পারবে কি না, যা ২০২০ সালে সর্বোচ্চ ২১.৭ শতাংশ দেশীয় রেটিং অর্জন করেছিল।