ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের গ্রামের ছেলে মেয়েরা একটি মজার খেলা

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের গ্রামের বালক-বালিকারা তই তই খেলা খেলে থাকে। তই খেলায় ডুব অথবা সাঁতার জানা আবশ্যক নয়। সাধারণত কোমর পানিতে নেমে সকলে গোল হয়ে দাঁড়ায়। খেলার নিয়ম অনুযায়ী এক জনের হাতে থাকে একটা ভাসন্ত ফল, আজ কালকার যুগে থাকে বল।

উপর থেকে ঐ ফল বা বলটিকে একজন লিডার ছুঁড়ে দিলে সঙ্গীয় অন্যান্য জন এটিকে ধরার জন্য কাড়াকাড়ি শুরু করে। কে কার আগে ঐ ফল বা বলটিকে ধরে নিয়ে তার দখলে নেবে তার জন্য প্রাণপন চেষ্টা করে। লাফালাফি আর পানিতে হৈ-হুল্লোড় করে ফল অথবা বলটা কারও হস্তগত করতে পারলেই তাদের দলীয় খেলার আনন্দ। কখনো কখনো দলবেঁধে ছেলেরা কোমর পানি দুই হাতে টেনে ঘোলাটে করে মাতামাতি আর মুখে মুখে উচ্চস্বরে ছড়া বলে।

তই তই তই, বগা মাইরা ডুলা্‌, থইতই তই তই। বগা অইল কুঁইয়্যা, ভূইয়া খায় চুঁইয়্যা। তই তই ত্‌, খুলাত ভাঁজে মুড়ি খই, তই তই তই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কিশোরগঞ্জের গ্রামের ছেলে মেয়েরা একটি মজার খেলা

আপডেট টাইম : ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের গ্রামের বালক-বালিকারা তই তই খেলা খেলে থাকে। তই খেলায় ডুব অথবা সাঁতার জানা আবশ্যক নয়। সাধারণত কোমর পানিতে নেমে সকলে গোল হয়ে দাঁড়ায়। খেলার নিয়ম অনুযায়ী এক জনের হাতে থাকে একটা ভাসন্ত ফল, আজ কালকার যুগে থাকে বল।

উপর থেকে ঐ ফল বা বলটিকে একজন লিডার ছুঁড়ে দিলে সঙ্গীয় অন্যান্য জন এটিকে ধরার জন্য কাড়াকাড়ি শুরু করে। কে কার আগে ঐ ফল বা বলটিকে ধরে নিয়ে তার দখলে নেবে তার জন্য প্রাণপন চেষ্টা করে। লাফালাফি আর পানিতে হৈ-হুল্লোড় করে ফল অথবা বলটা কারও হস্তগত করতে পারলেই তাদের দলীয় খেলার আনন্দ। কখনো কখনো দলবেঁধে ছেলেরা কোমর পানি দুই হাতে টেনে ঘোলাটে করে মাতামাতি আর মুখে মুখে উচ্চস্বরে ছড়া বলে।

তই তই তই, বগা মাইরা ডুলা্‌, থইতই তই তই। বগা অইল কুঁইয়্যা, ভূইয়া খায় চুঁইয়্যা। তই তই ত্‌, খুলাত ভাঁজে মুড়ি খই, তই তই তই।