আগামী নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা রবের

সুষ্ঠু হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রব এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা না দেন তাহলে কী হবে সেটা আল্লাহ্ জানেন। আমাদের একটাই দাবি বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ক্ষমতার মালিক করতে হবে।’

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সরকারকে হুঁশিয়ারি দিয়ে রব বলেন, ‘সুন্দরবনের পাশে আপনি কয়লা বিদ্যুৎকেন্দ্র করতে পারবেন না। বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে অন্য কোথাও করতে হবে।’

রব বলেন, ‘পাকিস্তানিরা মনে করত, আওয়ামী লীগকে ক্ষমতা দেয়া যাবে না। পাকিস্তান ভেঙে যাবে। এখন আওয়ামী লীগ মনে করছে, অন্য কোনো দলকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, তাদের ভবিষ্যত পরিণতি কী হবে তা ভবিষ্যতই নির্ধারণ করবে।’

আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গঠনের জন্যই এই দলের জন্ম হয়েছিল।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ,  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের এস এম আকরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর