প্রশাসনের তিনটি স্তরে ৫৩৬ জনকে পদোন্নতি

তিনটি স্তরে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ৫৩৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

রবিবার (২৭ নভেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এদের মধ্যে উপসচিব পদে ২০৫ জন, যুগ্মসচিব পদে ১৮৬ জন ও অতিরিক্তসচিব পদে ১৪৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

 

প্রশাসনে সর্বশেষ ১৩ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৮৪ জনকে পদোন্নতি দেওয়া হয়। যুগ্মসচিব পদে গত বছর ১০ সেপ্টেম্বর ৭২ জনকে পদোন্নতি হয়েছে। আর উপসচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয়েছে গত বছর মার্চ মাসে। তাই পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কথা বিবেচনা করা হয়েছে এবার।

 

এর আগে বড় ধরণের আরও একটি পদোন্নতি দেওয়া হয়।  গত বছরের ৬ এপ্রিল তিন স্তরে ৮৭২ জনের পদোন্নতি দেওয়া হয়েছিল। এতে অতিরিক্ত সচিব পদে ২৩১, যুগ্ম সচিব পদে ২৯৯ এবং উপসচিব পদে ৩৪২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

 

এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর