ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নিজের জেলায় সাইমনের প্রথম শুটিং, সঙ্গে মাহি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’র ক্যামেরা এবার থামছে। কিশোরগঞ্জে হচ্ছে সিনেমাটির শেষ অংশের দৃশ্যায়ন।

সিনেমাটির প্রধান দুটি চরিত্রে আছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন আলীরাজ। তারা তিনজনই আছেন এই লটে।

মূলত হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের নিকলিতে ‘আনন্দ অশ্রু’র দুটি গানের দৃশ্য ধারণ হবে। এর মধ্যে একটি রোমান্টিক ও অন্যটি বাউলধর্মী। মোট চার দিনের শিডিউল। শুক্রবার রোমান্টিক গানে অংশ নেন মাহি ও সাইমন। অন্যটিতে ঠোঁট মেলাবেন আলীরাজ।

‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান। সংগীত করছেন ইমন সাহা।

মানিকের আগের ছবি ‘জান্নাত’ ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচটি বিভাগে পুরস্কার জেতে। স্বীকৃতি পান- মোস্তাফিজুর রহমান মানিক, সাইমন সাদিক, আলীরাজ, সুদীপ্ত সাইদ খান ও ইমন সাহা। সেই সিনেমায় নায়িকা ছিলেন মাহি। এবারও প্রায়ই একই টিম নিয়ে কাজ করছেন মানিক।

‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয় ২০১৮ সালে। বেশ কয়েক লটে হয় দৃশ্যায়ন। মূল অংশের শুটিং শেষ হয় নভেম্বরে।

দুই দশক আগে মুক্তি পায় সালমান শাহ-শাবনূরের একই নামের জনপ্রিয় সিনেমা। তবে নাম একই হলেও কাহিনি ভিন্ন বলে জানান নির্মাতা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে ‘আনন্দ অশ্রু’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নিজের জেলায় সাইমনের প্রথম শুটিং, সঙ্গে মাহি

আপডেট টাইম : ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’র ক্যামেরা এবার থামছে। কিশোরগঞ্জে হচ্ছে সিনেমাটির শেষ অংশের দৃশ্যায়ন।

সিনেমাটির প্রধান দুটি চরিত্রে আছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন আলীরাজ। তারা তিনজনই আছেন এই লটে।

মূলত হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের নিকলিতে ‘আনন্দ অশ্রু’র দুটি গানের দৃশ্য ধারণ হবে। এর মধ্যে একটি রোমান্টিক ও অন্যটি বাউলধর্মী। মোট চার দিনের শিডিউল। শুক্রবার রোমান্টিক গানে অংশ নেন মাহি ও সাইমন। অন্যটিতে ঠোঁট মেলাবেন আলীরাজ।

‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান। সংগীত করছেন ইমন সাহা।

মানিকের আগের ছবি ‘জান্নাত’ ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচটি বিভাগে পুরস্কার জেতে। স্বীকৃতি পান- মোস্তাফিজুর রহমান মানিক, সাইমন সাদিক, আলীরাজ, সুদীপ্ত সাইদ খান ও ইমন সাহা। সেই সিনেমায় নায়িকা ছিলেন মাহি। এবারও প্রায়ই একই টিম নিয়ে কাজ করছেন মানিক।

‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয় ২০১৮ সালে। বেশ কয়েক লটে হয় দৃশ্যায়ন। মূল অংশের শুটিং শেষ হয় নভেম্বরে।

দুই দশক আগে মুক্তি পায় সালমান শাহ-শাবনূরের একই নামের জনপ্রিয় সিনেমা। তবে নাম একই হলেও কাহিনি ভিন্ন বলে জানান নির্মাতা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে ‘আনন্দ অশ্রু’।