ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ, সকাল থেকে রাজধানীতে বৃষ্টি

সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও সকাল থেকে ঝরছে বৃষ্টি। এদিকে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিতে ৮ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টির কারণে দেখা রাস্তাঘাটে চলাচলে বেড়েছে কিছুটা দুভোর্গ।

ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিনে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের ৮ জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়ার পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাগরে নিম্নচাপ, সকাল থেকে রাজধানীতে বৃষ্টি

আপডেট টাইম : ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও সকাল থেকে ঝরছে বৃষ্টি। এদিকে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিতে ৮ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টির কারণে দেখা রাস্তাঘাটে চলাচলে বেড়েছে কিছুটা দুভোর্গ।

ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিনে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের ৮ জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়ার পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।