ঢাকা , রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় গাছের ডাল ভেঙে ২ জনের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে দুজন মারা গেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা ও গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম।

নিহতরা হলেন- ওয়াহেদা বেগম (৬০) ও শামিম আহম্মেদ (১৭)।

ওয়াহেদা বেগম সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। আর শামিম আহম্মেদ গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় ওয়েদা বেগম তার নাতনিকে নিয়ে বাড়ির সামনে গাছের নিচে বসেছিলেন। এ সময় ঝড়ে একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছোট ছেলের বউ খালেদা বেগম বলেন, ‘মেয়ের কান্না শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ির মাথায় গাছ পড়ে থেতলে গেছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, ‘নিহত বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ দিকে নিহত শামিম আহম্মেদের ভাগনে গোলাপ মিয়া বলেন, বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন। আমার মামাও সেখানে অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে মামা আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার সঙ্গে থাকা অপর কয়েকজন যাত্রী। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মামা শামিম আহম্মেদের মৃত্যু হয়। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি, তবে নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বগুড়ায় গাছের ডাল ভেঙে ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ৪৮ মিনিট আগে

বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে দুজন মারা গেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা ও গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম।

নিহতরা হলেন- ওয়াহেদা বেগম (৬০) ও শামিম আহম্মেদ (১৭)।

ওয়াহেদা বেগম সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। আর শামিম আহম্মেদ গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় ওয়েদা বেগম তার নাতনিকে নিয়ে বাড়ির সামনে গাছের নিচে বসেছিলেন। এ সময় ঝড়ে একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছোট ছেলের বউ খালেদা বেগম বলেন, ‘মেয়ের কান্না শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ির মাথায় গাছ পড়ে থেতলে গেছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, ‘নিহত বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ দিকে নিহত শামিম আহম্মেদের ভাগনে গোলাপ মিয়া বলেন, বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন। আমার মামাও সেখানে অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে মামা আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার সঙ্গে থাকা অপর কয়েকজন যাত্রী। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মামা শামিম আহম্মেদের মৃত্যু হয়। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি, তবে নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি