ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সার্কিট হাউসের ভাড়া বাড়াল সরকার

সারা দেশে সার্কিট হাউসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউসের ভাড়া বাড়ানো হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সারা দেশে সার্কিট হাউসের নতুন এই ভাড়া ঘোষণা করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ন্যূনতম ১৫০ টাকায় এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুম ব্যবহার করতে পারবেন, যা পূর্বে ছিল ৭০ টাকা।

দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা আগে ছিল ১৩০ টাকা।ব্যয়বহুল শহরগুলোতে এই ভাড়ার পরিমাণ আরেকটু বেশি। এসব এলাকায় এক শয্যার রুমের নতুন ভাড়া ২০০ টাকা, যা আগে ছিল ৯০ টাকা। দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭০ টাকা।

এই ভাড়া এক থেকে তিন দিনের অবস্থানের জন্য প্রযোজ্য হবে। চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে আরো বেশি ভাড়া প্রযোজ্য হবে।একইভাবে সংবিধিবদ্ধ সংস্থা, করপোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ভাড়াও সামান্য বেশি নির্ধারিত হয়েছে। তাদের জন্য এক শয্যার রুমের ভাড়া বর্তমানে ২০০ টাকা, যা আগে ছিল ৯০ টাকা।

দুই শয্যার রুমের ভাড়া এখন ৩০০ টাকা, যা আগে ছিল ১১০ টাকা। উচ্চ খরচের এলাকাগুলোতে সার্কিট হাউস ব্যবহারের ক্ষেত্রে এই শ্রেণির কর্মকর্তাদের বাড়তি ব্যয় করতে হবে।আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউসে এক শয্যার এসি রুমের ভাড়া দিতে হবে ১৫০০ টাকা ও দুই শয্যাবিশিষ্ট এসি রুমের ভাড়া দিতে হবে ১৮০০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সার্কিট হাউসের ভাড়া বাড়াল সরকার

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
সারা দেশে সার্কিট হাউসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউসের ভাড়া বাড়ানো হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সারা দেশে সার্কিট হাউসের নতুন এই ভাড়া ঘোষণা করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ন্যূনতম ১৫০ টাকায় এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুম ব্যবহার করতে পারবেন, যা পূর্বে ছিল ৭০ টাকা।

দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা আগে ছিল ১৩০ টাকা।ব্যয়বহুল শহরগুলোতে এই ভাড়ার পরিমাণ আরেকটু বেশি। এসব এলাকায় এক শয্যার রুমের নতুন ভাড়া ২০০ টাকা, যা আগে ছিল ৯০ টাকা। দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭০ টাকা।

এই ভাড়া এক থেকে তিন দিনের অবস্থানের জন্য প্রযোজ্য হবে। চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে আরো বেশি ভাড়া প্রযোজ্য হবে।একইভাবে সংবিধিবদ্ধ সংস্থা, করপোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ভাড়াও সামান্য বেশি নির্ধারিত হয়েছে। তাদের জন্য এক শয্যার রুমের ভাড়া বর্তমানে ২০০ টাকা, যা আগে ছিল ৯০ টাকা।

দুই শয্যার রুমের ভাড়া এখন ৩০০ টাকা, যা আগে ছিল ১১০ টাকা। উচ্চ খরচের এলাকাগুলোতে সার্কিট হাউস ব্যবহারের ক্ষেত্রে এই শ্রেণির কর্মকর্তাদের বাড়তি ব্যয় করতে হবে।আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউসে এক শয্যার এসি রুমের ভাড়া দিতে হবে ১৫০০ টাকা ও দুই শয্যাবিশিষ্ট এসি রুমের ভাড়া দিতে হবে ১৮০০ টাকা।