এবার ভাগ্য খুলছে শিক্ষক-কর্মচারীদের। এক হাজার ৫২৫ জন নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মে মাসের এমপিওর সভায় এসব সিদ্ধান্ত হয়। শিক্ষা
মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ৯ জন উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্মকর্তারা জানান, নতুন ১ হাজার ৫২৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ৫৬৯ জনকে টাইম স্কেল ও ৬৫৭ জনকে বি এড স্কেল দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠান পরিবর্তন ৩০৩ ও ১৩১ জনকে প্রভাষক থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় ভুল সংশোধন অনুমোদন এক হাজার ২৩০ জনের। বকেয়া বেতন ৩২১ জনের।
মার্চ মাসে নতুন এমপিওভুক্ত হয়েছিলেন তিন হাজার ৫৯৭ জন শিক্ষক-কর্মচারী। প্রতি দুই মাসে একবার এমপিওর সভা অনুষ্ঠিত হয়।