ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও আল মামুনকে পুনর্বহালের দাবি বিএনপি-জামায়াতের

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

‘আওয়ামী লীগ ফিরে আসবে’—ইউএনও আল মামুন এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। এ অভিযোগে গতকাল বুধবার তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলার ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজের কর্মস্থলে পুনরায় বহাল করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, সদরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুনশী ইশারত, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক খান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু বকর সিদ্দিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ইউএনও আল মামুনকে পুনর্বহালের দাবি বিএনপি-জামায়াতের

আপডেট টাইম : ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

‘আওয়ামী লীগ ফিরে আসবে’—ইউএনও আল মামুন এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। এ অভিযোগে গতকাল বুধবার তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলার ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজের কর্মস্থলে পুনরায় বহাল করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, সদরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুনশী ইশারত, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক খান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু বকর সিদ্দিক প্রমুখ।