কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে বিষাদু চন্দ্র দাস (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ইমাম হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস তার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কন্টেন্ট শেয়ার করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন এবং কুড়িগ্রাম-উলিপুর মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।
এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে রংপুর এলাকা থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাজারহাট থানায় হওয়া মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, বিষাদুকে গ্রেপ্তার করার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া সামাজিক যোগযোগমাধ্যমে ধর্ম বা আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে অবশ্যই সে বিষয়টি সকলকে লক্ষ্য রাখতে হবে।