ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত বেড়ে ১২৬ জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক কর্মসূচি: কুমিল্লায় হাসনাত, সারজিস যাবেন নরসিংদী নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া রাইফেল খাল পাড় থেকে উদ্ধার বোরো ধানের চারায় বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৭ দিনব্যাপী জেলাভিত্তিক কর্মসূচি শুরু শর্ষে ও মধুর সমন্বিত চাষে লাভবান সব পক্ষ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক সীমান্ত পেরিয়ে মৈত্রী ! দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড

কিশোরীকে অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে গাড়ির জন্য অপেক্ষমান এক কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসা শেষে এখন পরিবারের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে এ ঘটনা ঘটেছে। ১৫ বছর বয়সী ভূক্তভোগী কিশোরী মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. জসিম উদ্দিন।

ভূক্তভোগী কিশোরী জানান, রবিবার রাতে চট্টগ্রাম থেকে বাসে বদরখালী স্টেশনে পৌঁছায়। পরে মহেশখালীর গ্রামের বাড়িতে যেতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার কথা জানান। পরে ওই কিশোরী গাড়ি থেকে নেমে ব্রিজের পূর্ব অংশে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক তাকে গতিরোধ করে মুখ চেপে ধরেন। এতে শোর চিৎকার করতে চাইলে অপর এক যুবক ছুরির ভয় দেখিয়ে পাশের প্যারাবনের দিকে নিয়ে যান।

কিশোরী আরও জানায়, ওই দুই যুবক কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালান। পরে সেখানে উপস্থিত আরও দুই যুবক নির্যাতন করেন। ভূক্তভোগী কিশোরীকে সেখান থেকে প্যারাবনের আরও ভিতরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আরও চার যুবক পরপর নির্যাতন চালালে কিশোরী অবচেতন হয়ে পড়ে।

তাকে নিয়ে যাওয়ার সময় সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের কাছে সহযোগিতা চাইলেও কেউ সাড়া দেয়নি জানিয়ে কিশোরী জানায়, ঘটনার একপর্যায়ে ভূক্তভোগী কিশোরীর জ্ঞান ফিরলে চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, কিশোরীর দেওয়া তথ্যের সূত্র ধরে অপরাধীদের শনাক্তের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনার কিছু আলামত সংগ্রহ করেছে। হাসপাতালে চিকিৎসা শেষে ভূক্তভোগী কিশোরী পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী কিশোরী বা তার পরিবারের কারও লিখিত অভিযোগ পেলে পুলিশ মামলা নথিভুক্ত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে

কিশোরীকে অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে গাড়ির জন্য অপেক্ষমান এক কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসা শেষে এখন পরিবারের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে এ ঘটনা ঘটেছে। ১৫ বছর বয়সী ভূক্তভোগী কিশোরী মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. জসিম উদ্দিন।

ভূক্তভোগী কিশোরী জানান, রবিবার রাতে চট্টগ্রাম থেকে বাসে বদরখালী স্টেশনে পৌঁছায়। পরে মহেশখালীর গ্রামের বাড়িতে যেতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার কথা জানান। পরে ওই কিশোরী গাড়ি থেকে নেমে ব্রিজের পূর্ব অংশে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক তাকে গতিরোধ করে মুখ চেপে ধরেন। এতে শোর চিৎকার করতে চাইলে অপর এক যুবক ছুরির ভয় দেখিয়ে পাশের প্যারাবনের দিকে নিয়ে যান।

কিশোরী আরও জানায়, ওই দুই যুবক কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালান। পরে সেখানে উপস্থিত আরও দুই যুবক নির্যাতন করেন। ভূক্তভোগী কিশোরীকে সেখান থেকে প্যারাবনের আরও ভিতরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আরও চার যুবক পরপর নির্যাতন চালালে কিশোরী অবচেতন হয়ে পড়ে।

তাকে নিয়ে যাওয়ার সময় সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের কাছে সহযোগিতা চাইলেও কেউ সাড়া দেয়নি জানিয়ে কিশোরী জানায়, ঘটনার একপর্যায়ে ভূক্তভোগী কিশোরীর জ্ঞান ফিরলে চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, কিশোরীর দেওয়া তথ্যের সূত্র ধরে অপরাধীদের শনাক্তের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনার কিছু আলামত সংগ্রহ করেছে। হাসপাতালে চিকিৎসা শেষে ভূক্তভোগী কিশোরী পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী কিশোরী বা তার পরিবারের কারও লিখিত অভিযোগ পেলে পুলিশ মামলা নথিভুক্ত করবে।