বাংলাদেশ প্রেস কাউন্সিলকে অকেজো দাবি করে এটি বিলুপ্ত করতে বললেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
আজ মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন কামাল আহমেদ। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কামাল আহমেদ বলেন, বর্তমান প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে।
তিনি বলেন, দেড় দশক আগে সংবাদমাধ্যমে নৈরাজ্য তৈরি হয়েছে। বিগত সময়ে ওয়েজ বোর্ড মালিকরা বাস্তবায়ন করেনি। তবে মালিকরা সুবিধা নিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক মর্যাদাও থাকে না। নীতিমালা না মেনে সংবাদপত্র ও টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে।
সাংবাদিকদের বেতন কাঠামোসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করা হবে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গণ্যমাধ্যম সংস্কারের জন্য সব থেকে বড় অংশীজন হলো জনসাধারণ। তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষ্যে গণজরিপের কাজ আজ শেষ হয়েছে। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য কামরুনেছা হাসান, মোস্তফা সবুজ, আবদুল্লাহ আল মামুনসহ অনেকে।