বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকার দোহারে ২০০টি সোনার বার জব্দ এবং পাঁচজনকে আটক করেছে র্যাব-১১। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মৈনট ঘাট এলাকা থেকে জব্দ হওয়া এ সোনার বারের ওজন প্রায় ২২ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।
র্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুরের ক্যাম্প কমান্ডার এএসপি মুহিতুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. ফিরোজ (৩৪), একই উপজেলার মদনখালী গ্রামের মো. সিদ্দিক (৪৬), মো. মিজান (৩৪) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪০)।
র্যাব সূত্র জানায়, মৈনট ঘাট দিয়ে সোনার বার চালান হবে-এমন গোপন খবরে র্যাব-১১ একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা পাঁচ যাত্রীকে আটক করা হয়।
র্যাব জানায়, পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ২০০ বার সোনা এবং নগদ ২৬ হাজার টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।